thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২১ জানুয়ারি 25, ৮ মাঘ ১৪৩১,  ২১ রজব 1446

বিএনপির সংবাদ সম্মেলন বিকেলে

২০১৮ জুন ২৪ ১০:০০:৪৯
বিএনপির সংবাদ সম্মেলন বিকেলে

দ্য রিপোর্ট প্রতিবেদক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলন ডেকেছেন।

রবিবার (২৪ জুন) বিকেল ৫টার দিকে গুলশানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলন ডাকেন তিনি।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

দলীয় সূত্রে জানা যায়, সংবাদ সম্মেলনে গাজীপুর সিটি করপোরেশন (জিসিসি) নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরা হবে। সেখান স্থানীয় বিএনপির নেতাকর্মীদের গ্রেফতার, গাজীপুর জেলার পুলিশ সুপার (এসপি) হারুন উর রশিদকে প্রত্যাহারসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন মির্জা ফখরুল।

আগামী ২৬ জুন জিসিসি নির্বাচন অনুষ্ঠিত হবে। এরইমধ্যে প্রার্থীরা প্রচারণা শুরু করে দিয়েছেন। ২৪ জুন রাত ১২টা পর্যন্ত তারা প্রচারণা করতে পারবেন।

(দ্য রিপোর্ট/এনটি/জুন ২৪, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর