thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

পাবনায় ২ ব্যক্তিকে  কুপিয়ে ও গুলি করে

২০১৮ জুন ২৪ ২৩:২৯:৫২
পাবনায় ২ ব্যক্তিকে  কুপিয়ে ও গুলি করে

পাবনা প্রতিনিধি: পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানার তেবাড়িয়া বাজারে প্রকাশ্যে আব্দুল গফুর (৫৫) এবং ইদ্রিস আলী (৪২) নামের দুই ব্যক্তিকে গুলি ও কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। রোববার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।

সাবেক সেনা সদস্য আব্দুল গফুর আতাইকুলা থানার তেবাড়িয়া গ্রামের দবির উদ্দিনের ছেলে। আর মুদি দোকানি ইদ্রিস আলী গয়েশবাড়ী গ্রামের ময়েজ আলীর ছেলে।

পাবনা অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আব্দুল গফুর তেবাড়িয়া বাজারের একটি চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন। এ সময় ১০-১২ জনের একদল সশস্ত্র সন্ত্রাসী আকস্মিকভাবে বাজারে ঢুকে বোমা ফাটিয়ে ত্রাস সৃষ্টি করে তাকে এলোপাতাড়ি কোপাতে থাকে। পরে গুলি করে হত্যা করে। এ সময় ইদ্রিস আলী এগিয়ে গেলে সন্ত্রাসীরা তাকেও গুলি করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আতাইকুলা থানার ওসি মাসুদ রানা বলেন, হত্যার কারণ উদঘাটনের চেষ্টা চলছে।

পুলিশের ধারণা, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চরমপন্থী সংগঠনের মধ্যে বিরোধের কারণেই এই হত্যাকাণ্ড সংঘঠিত হয়েছে।

(দ্য রিপোর্ট/একেএমএম/জুন ২৪,২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

রাজশাহী এর সর্বশেষ খবর

রাজশাহী - এর সব খবর