thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১,  ২৬ জমাদিউল আউয়াল 1446

কোটা আন্দোলনের নেতা ফারুকসহ তিনজন কারাগারে

২০১৮ জুলাই ০৩ ১৮:১৪:২৭
কোটা আন্দোলনের নেতা ফারুকসহ তিনজন কারাগারে

দ্য রিপোর্ট প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে হামলার অভিযোগে শাহবাগ থানায় করা দুই মামলায় কোটা সংস্কার আন্দোলনকারীদের সংগঠনের সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক ফারুক হাসানসহ তিনজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম সুব্রত ঘোষ শুভ এ আদেশ দেন।

ঢাকার অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপকমিশনার আনিসুর রহমান জানান, মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক বাহাউদ্দীন ফারুকী কোটা আন্দোলনের নেতা ফারুক হাসানসহ তিনজনকে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। সে আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আনিসুর রহমান জানান, কারাগারে পাঠানো বাকি দুই আসামি হলেন তরিকুল ইসলাম ও জসিম উদ্দিন।

আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) মাহমুদুর রহমান জানান, সোমবার রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আসামিদের গ্রেফতার করা হয়।

সরকারি চাকরিতে কোটা সংস্কার নিয়ে দ্রুত প্রজ্ঞাপনের দাবিতে সোমবার কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভকালে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক ফারুককে মোটরসাইকেলে তুলে শাহবাগ থানায় দিয়ে আসেন ছাত্রলীগের নেতাকর্মীরা। কিন্তু সেখানে গিয়ে ফারুকের সন্ধান পাননি তাঁর বড় ভাই মো. আরিফুল ইসলাম। ফারুক ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী।

মামলার নথি থেকে জানা যায়, ৮ এপ্রিল রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কোটা সংস্কার আন্দোলনের সময় পুলিশকে মারধর, কর্তব্যকাজে বাধা, পুলিশের ওয়াকিটকি ছিনতাই ও উপাচার্যের বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে।

এ ঘটনায় শাহবাগ থানায় পুলিশ বাদী হয়ে চারটি মামলা করে। এসব মামলার মধ্যে উপাচার্যের বাড়ি ভাঙচুর ও পুলিশের কর্তব্যকাজে বাধার ঘটনায় দায়ের করা দুই মামলায় চারজনকে আটক করা হয়েছে। তাঁদের রিমান্ড শেষে এখন কারাগারে আটক রাখা হয়েছে। আসামিরা হলেন- রাকিবুল হাসান, আলী হোসেন শেখ, মাসুদ আলম ও আবু সাঈদ ফজলে রাব্বি। এ ছাড়া মশিউর রহমান নামের আরেক আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।

এদিকে ২ জুলাই তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) আইনের মামলায় কোটা সংস্কার আন্দোলনকারীদের সংগঠন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ রাশেদ খাঁনকে পাঁচদিনের রিমান্ডে পাঠায় পুলিশ। তাঁকে মিরপুরের ভাসানটেক বাজারের মজুমদার মোড়ের ১২ নম্বর বাসা থেকে গ্রেফতার করে ডিবি পুলিশ। তাঁর বিরুদ্ধে শাহবাগ থানায় ওই মামলা করেছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের আইনবিষয়ক সম্পাদক আল নাহিয়ান খান জয়।

(দ্য রিপোর্ট/এমএসআর/জুলাই ০৩, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর