thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২১ জানুয়ারি 25, ৮ মাঘ ১৪৩১,  ২১ রজব 1446

ইউনিয়ন প্রতিনিধিদের নিয়ে আ’লীগের বর্ধিত সভা চলছে

২০১৮ জুলাই ০৭ ১২:৪৮:১৩
ইউনিয়ন প্রতিনিধিদের নিয়ে আ’লীগের বর্ধিত সভা চলছে

দ্য রিপোর্ট প্রতিবেদক : ঢাকা, ময়মনসিংহ, রংপুর ও খুলনা বিভাগের ইউনিয়ন পর্যায়ের প্রতিনিধিদের নিয়ে আওয়ামী লীগের তৃতীয় পর্বের বিশেষ বর্ধিত সভা শুরু হয়েছে।

শনিবার (৭ জুলাই) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন প্রাঙ্গণে এ সভা আয়োজিত হচ্ছে।

এর আগে চট্টগ্রাম, রাজশাহী, বরিশাল ও সিলেট বিভাগের ইউনিয়ন পর্যায়ের প্রতিনিধিদের নিয়ে দ্বিতীয় পর্বের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

তৃতীয় পর্বের বর্ধিত সভায় দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সকল সদস্য, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার ওয়ার্ড সভাপতি, সাধারণ সম্পাদক এবং নির্বাচিত দলীয় কাউন্সিলরা উপস্থিত রয়েছেন। সভায় সভাপতিত্ব করছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গত ২৩ জুন জেলা-উপজেলা, মহানগর, পৌরসভার সভাপতি-সাধারণ সম্পাদক, দলীয় সংসদ সদস্য, জেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলার চেয়ারম্যানদের নিয়ে প্রথম পর্যায়ের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে কর্মপরিকল্পনা নির্ধারণ ও মাঠ পর্যায়ের নির্বাজনী প্রস্তুতির জন্য এ বর্ধিত সভা অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্ষমতাসীন দলটির জন্য। সভায় দলের নেতাকর্মীদের জন্য গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা দেবেন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

(দ্য রিপোর্ট/এনটি/জুলাই ০৭, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর