thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি 25, ১ মাঘ ১৪৩১,  ১৫ রজব 1446

রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন ২৯ আগস্ট

২০১৮ জুলাই ১২ ১৩:৫৫:১২
রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন ২৯ আগস্ট

দ্য রিপোর্ট প্রতিবেদক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ অর্থ চুরি মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের সময় পিছিয়েছে। প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৯ আগস্ট দিন ধার্য করেছেন আদালত।

বৃহস্পতিবার ( ১২ জুলাই) ঢাকা মহানগর হাকিম এ কে এম মঈন উদ্দিন সিদ্দিকী এ দিন ধার্য করেন।

এদিন মামলার তদন্ত প্রতিবেদনের দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু মামলার তদন্তকারী কর্মকর্তা এ দিন কোনও প্রতিবেদন জমা না দেওয়ায় আদালত নতুন এ দিন ধার্য করেন।

সংশ্লিষ্ট্র মতিঝিল থানার সাধরণ নিবন্ধক কর্মকর্তার সহকারী জাহিদুরর রহমান এ তথ্য জানান।

প্রসঙ্গত, ২০১৬ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে জালিয়াতি করে সুইফট কোডের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ১০ লাখ ডলার চুরি হয়ে যায়। পরে ২০১৬ সালের ১৫ মার্চ মতিঝিল থানায় মামলাটি দায়ের করেন বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং বিভাগের যুগ্ম পরিচালক জুবায়ের বিন হুদা।

২০১৬ সালের ১৬ মার্চ মামলাটি তদন্ত করে সিআইডিকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন আদালত।

(দ্য রিপোর্ট/এনটি/জুলাই ১২, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর