বৃহস্পতিবার দেওয়া এক বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল এসব কথা বলেন।
তিনি বলেন, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য খালেদা জিয়াকে অন্যায়ভাবে কারারুদ্ধ করে এদেশে গণতন্ত্র অনুশীলনে যে বাধা সৃষ্টি করা হয়েছে তার প্রতিবাদ জানাতে বিশ্বখ্যাত আইনজীবী লর্ড কার্লাইল দিল্লিতে সংবাদ সম্মেলন করতে চেয়েছিলেন।
‘আওয়ামী লীগ সরকার তাকে ভিসা না দেয়ায় তিনি ভারতে আসতে চেয়েছিলেন। তাকে ভারতে প্রবেশ করতে না দেয়ায় আমরা মর্মাহত। আমরা বিশ্বাস করি, বাংলাদেশে চলমান স্বৈরতান্ত্রিক দুঃশাসনের বিরুদ্ধে জনগণের অব্যাহত আন্দোলনের প্রতি মুক্ত বিশ্বের সমর্থন থাকবে’, বলেন মির্জা ফখরুল।
তিনি বলেন, বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতে মুক্ত চিন্তা অনুশীলনের সঙ্গে এই ঘটনা সামঞ্জস্যপূর্ণ নয়।
(দ্য রিপোর্ট/একেএমএম/জুলাই ১২, ২০১৮)