thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২১ জানুয়ারি 25, ৮ মাঘ ১৪৩১,  ২১ রজব 1446

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে তথ্যমন্ত্রীর সমাবেশস্থলে হেফাজত সম্মেলন ডেকেছে

২০১৮ জুলাই ১৭ ০২:১১:৩২
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে তথ্যমন্ত্রীর সমাবেশস্থলে হেফাজত সম্মেলন ডেকেছে

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা: নবীনগরে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর পূর্বনির্ধারিত সমাবেশস্থলে সম্মেলন ডেকেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। আগামী ২৬ জুলাই বিকেলে নবীনগর সরকারি হাইস্কুল মাঠে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) আয়োজিত এক জনসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার কথা রয়েছে তথ্যমন্ত্রীর। কিন্তু হঠাৎ করেই রোববার হেফাজতের নবীনগর উপজেলা সভাপতি মাওলানা আমীরুল ইসলাম সংবাদ সম্মেলন করে একই সময়ে একই স্থানে 'শানে রেসালাত (সা.) সম্মেলন' অনুষ্ঠানের ঘোষণা দেন।

সোমবার উপজেলা জাসদের সভাপতি শফিকুল ইসলাম দলীয় কার্যালয়ে সাংবাদিকদের বলেন, জাসদের সমাবেশ বানচাল করতে একটি মহল পরিকল্পিতভাবে হেফাজতে ইসলামকে ব্যবহার করছে। তবে তাদের এ চেষ্টা সফল হবে না। যথাসময়ে তাদের সমাবেশ হবে।

হেফাজতে ইসলাম নবীনগর সভাপতি আমীরুল ইসলাম বলেন, কর্মসূচি সফল করার জন্য সাংগঠনিক কার্যক্রম চলছে।

এ ব্যাপারে নবীনগর থানার ওসি আসলাম সিকদার বলেন, ২৬ জুলাই মন্ত্রীর নবীনগরে আসার সরকারি সফরসূচি তারা পেয়েছেন। ওই দিন অন্য কোনো সংগঠন কর্মসূচি পালন করার অনুমতি চায়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম বলেন, মন্ত্রীর সরকারি সফরসূচির কথা তারা জেনেছেন। কিন্তু এ নিয়ে জেলা প্রশাসকের কাছ থেকে কোনো চিঠি এখনও পাওয়া যায়নি। তবে ২৬ তারিখে জাসদের দলীয় একটি জনসভার অনুমতির বিষয়টি তারা অবগত আছেন।

মন্ত্রীর অনুষ্ঠান বয়কটের ঘোষণা এমপির: এদিকে, নবীনগরে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সব ধরনের অনুষ্ঠান বয়কটের ঘোষণা দিয়েছেন স্থানীয় এমপি ফয়জুর রহমান বাদল।

সোমবার বিকেলে ডাকবাংলোয় এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী ছাড়া কাউকে মেনে নেওয়া হবে না।

২৬ জুলাই নবীনগর উপজেলায় তথ্যমন্ত্রীর সরকারি সফর কর্মসূচি রয়েছে। তিনি নবীনগর থানায় রক্ষিত '৭১-এর বধ্যভূমি থেকে উদ্ধারকৃত শহীদদের কঙ্কাল পরিদর্শন, খারঘর বধ্যভূমি পরিদর্শনসহ বেশ কিছু কর্মসূচি শেষে বিকেলে নবীনগর সরকারি হাইস্কুল মাঠে জাসদ আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। ওই সভায় তিনি জাসদের শাহ জিকরুল আহম্মদ খোকনকে দলীয় প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দেবেন বলে জানা গেছে। এ ছাড়া জনসভাকে কেন্দ্র করে জাসদের প্রচারিত পোস্টারে 'নবীনগরের সাধারণ মানুষের মানসম্মান-মর্যাদা রক্ষার ঐক্যবদ্ধ আহ্বান' জানানো হয়েছে। আর এসব নিয়েই ক্ষোভ প্রকাশ করেছেন আওয়ামী লীগদলীয় এমপি ফয়জুর রহমান বাদলসহ দলের নেতাকর্মীরা।

এমপি বাদল বলেন, এ সরকারের আমলে নবীনগরে ব্যাপক উন্নয়ন হয়েছে। মানুষ শান্তিতে বসবাস করছে। তাহলে কীভাবে নবীনগরবাসীর মানসম্মান ক্ষুণ্ণ হলো।

(দ্য রিপোর্ট/একেএমএম/জুলাই ১৭,২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর