thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১,  ১০ জমাদিউস সানি 1446

সাতকানিয়ায় ‍যুবলীগকর্মী হত্যা

জামায়াতের সাবেক এমপিসহ ২২ জনের বিরুদ্ধে মামলা

২০১৪ মার্চ ০৪ ১৩:৪১:৩৮
জামায়াতের সাবেক এমপিসহ ২২ জনের বিরুদ্ধে মামলা

বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সাতকানিয়ায় যুবলীগকর্মী মো. হাসান হত্যার ঘটনায় জামায়াতের সাবেক সংসদ সদস্য শামসুল ইসলামসহ ২২ জনকে আসামি করে মামলা করা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও ১০-১২ জনকে আসামি করা হয়।

নিহতের চাচা মোহাম্মদ আলম বাদী হয়ে মঙ্গলবার সকালে সাতকানিয়া থানায় এ মামলা করেন। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সাতকানিয়া থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ হোসেন।

তিনি জানান, অভিযুক্তদের মধ্যে জসিম উদ্দিন (৩৫) নামে একজনকে ইতোমধ্যে আটক করা হয়েছে। দক্ষিণ কাঞ্চনা এলাকায় সোমবার রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

প্রসঙ্গত, রবিবার রাত ৮টার দিকে সাতকানিয়া উপজেলার কাঞ্চনা ইউনিয়নের ফুলতলা এলাকায় হাসানকে নির্মমভাবে কুপিয়ে ও গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।

(দ্য রিপোর্ট/কেএইচ/এনডিএস/এজেড/মার্চ ০৪, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর