বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সমাবেশের অনুমতি পাওয়ার তথ্য জানান।
সমাবেশে রাজধানীর বিভিন্ন থানা এবং ওয়ার্ড থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত হবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
এছাড়া সারাদেশে জেলা-উপজেলায় বিক্ষোভ এবং রাজধানীতে সমাবেশ করবে বিএনপি।
গত ১৫ জুলাই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম এ কর্মসূচি ঘোষণা করেন। এর আগেও খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে বেশ কয়েকবার বিক্ষোভ কর্মসূচির ডাক দেয় বিএনপি। কিন্তু তাতে পুলিশের অনুমতি না পাওয়ায় সেসব স্থগিত করতে হয়েছে বিএনপিকে।
(দ্য রিপোর্ট/একেএমএম/জুলাই ২০,২০১৮)