thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২১ জানুয়ারি 25, ৮ মাঘ ১৪৩১,  ২১ রজব 1446

বিএনপির সঙ্গে 'ভারসাম্যে'র ঐক্য চায় যুক্তফ্রন্ট

২০১৮ জুলাই ২০ ২৩:১০:৪৪
বিএনপির সঙ্গে 'ভারসাম্যে'র ঐক্য চায় যুক্তফ্রন্ট

দ্য রিপোর্ট প্রতিবেদক : বিএনপির সঙ্গে 'রাজনৈতিক ভারসাম্যে'র ভিত্তিতে 'বৃহত্তর জাতীয় ঐক্য' গড়তে চায় যুক্তফ্রন্ট। বৃহস্পতিবার রাতে যুক্তফ্রন্টের শীর্ষ নেতাদের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ প্রসঙ্গে শুক্রবার এক সংবাদ সম্মেলনে যুক্তফ্রন্টের অন্যতম শরিক নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, 'চলমান পরিস্থিতি থেকে দেশকে রক্ষা করতে হলে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই।'

মান্না বলেন, 'নির্বাচনের আগে অবশ্যই সংসদ বাতিল করতে হবে। এমন একটি সরকারের অধীনে নির্বাচন হতে হবে, যেটি কোনো পক্ষপাত করতে পারবে না। সেজন্যই একটি নির্দলীয়, নির্বাচনকালীন সরকার হতে হবে। এই বক্তব্যের ভিত্তিতে সরকারের বাইরে থাকা সব দল নিয়ে একটি জাতীয় ঐক্যের জন্য চেষ্টা করা হচ্ছে। যে ঐক্য হবে রাজনৈতিক ভারসাম্যের ভিত্তিতে।'

বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নানের বাসায় জোটের এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিকল্পধারার প্রেসিডেন্ট অধ্যাপক ডা. বদরুদ্দোজা চৌধুরী, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আবদুল কাদের সিদ্দিকী, জেএসডির সভাপতি আ স ম রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বিকল্পধারার যুগ্ম মহাসচিব মাহী বি. চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

বিএনপিকে কোনো সমর্থন করা হবে না- এ ধরনের কোনো আলোচনা যুক্তফ্রন্টের বৈঠকে হয়নি জানিয়ে নাগরিক ঐক্য নেতা মান্না জানান, এ ধরনের কোনো আলোচনা না হলেও কয়েকটি চ্যানেলে এই সংবাদ প্রচার করা হয়েছে, যা তাদের সামগ্রিক রাজনীতি ও আন্দোলনকে ধ্বংস করে দিতে পারে।

জামায়াত প্রসঙ্গে মান্না বলেন, 'জামায়াত তো নির্বাচনী প্রক্রিয়ায়ই আসতে পারবে না। কারণ তাদের নিবন্ধনই নেই। জামায়াত বিএনপি থেকে ১০ সিটে মনোনয়ন পেলেও তারা তো আর দাঁড়িপাল্লা নিয়ে নির্বাচন করবে না। আবার জামায়াত তো ৫টা সিটে আওয়ামী লীগ থেকে মনোনয়ন নিয়েও নির্বাচন করতে পারে। কারণ সরকারি দলের মধ্যেও তো যথেষ্ট অনুপ্রবেশ ঘটেছে। এটাকে নিয়ে যারা বড় ইস্যু করছেন তাদের বলছি, বাস্তব অবস্থা হচ্ছে রাজনৈতিক বা সাংগঠনিকভাবে জামায়াত নেই।'

মাহমুদুর রহমান মান্না বলেন, বিএনপির সঙ্গে ঐক্যের কথা তারা যেরকম করে ভাবছেন, তার সঙ্গে মিলছে। গণতন্ত্রকে পুনরুদ্ধার একা করা যাবে না। এ জন্য তারা চাইছেন বৃহত্তর ঐক্য। এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এতগুলো বিষয় নিয়ে আলোচনা হয়নি। তবে ঐক্য অনেকভাবেই হতে পারে। প্রথমত ভারসাম্য রক্ষা করতে হবে। কোনো ব্যক্তি বা পরিবার বা কোনো গোষ্ঠীকে ক্ষমতায় বসানোটা কোনোভাবেই গণতন্ত্র নয়। এই ধারণাটা বাকিদের মানতে হবে। এর পরে যদি আলোচনায় বসেন, তা হলে তারা খোলা মনে বসবেন।

রাজধানীর গুলশানের নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে মান্নার সঙ্গে ছিলেন বিকল্পধারার যুগ্ম মহাসচিব মাহী বি. চৌধুরী। জাতীয় নির্বাচনের আর বেশি বাকি নেই, এ অবস্থায় ঐক্যের ঘোষণা কবে আসতে পারে? - এমন প্রশ্নের জবাবে মাহী বি. চৌধুরী বলেন, সময় দিয়ে কোনো ঐক্য হয় না। ঐক্য একটা প্রক্রিয়ার বিষয়। একটা জায়গায় তারা একমত হয়েছেন যে, ভারসাম্যের ভিত্তিতে ঐক্য হতে হবে। শুধু ক্ষমতার পালাবদলের জন্য নয়, ঐক্যটা হবে বৃহত্তর। অর্থাৎ এই সরকারের বাইরে মুক্তিযুদ্ধবিরোধী শক্তি ছাড়া সবাইকে এক করতে হবে।

১৫০ আসন চাওয়ার ব্যাপারে মাহী বি. চৌধুরী বলেন, 'এ ধরনের কোনো কথা বলা হয়নি। বলেছি ভারসাম্যপূর্ণ সরকার চাই। নিশ্চিত করতে হবে কেউ যাতে এককভাবে ক্ষমতায় না যায়।'

জামায়াতকে ঐক্যে রাখবেন কি-না, এমন প্রশ্নের জবাবে মাহী বি. চৌধুরী বলেন, জামায়াতকে সঙ্গে নিয়ে কোনো নির্বাচনী জোটের প্রশ্নই আসে না।

(দ্য রিপোর্ট/একেএমএম/জুলাই ২০,২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর