thereport24.com
ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি 25, ৯ মাঘ ১৪৩১,  ২২ রজব 1446

গণসংবর্ধনা অনুষ্ঠান জনস্রোতে পরিণত হবে : কাদের

২০১৮ জুলাই ২১ ১৪:১৫:৫০
গণসংবর্ধনা অনুষ্ঠান জনস্রোতে পরিণত হবে : কাদের

দ্য রিপোর্ট প্রতিবেদক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সোহরাওয়ার্দী উদ্যানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ গণসংবর্ধনা অনুষ্ঠান জনস্রোতে পরিণত হবে। বিপুল মানুষের সমাগম হবে। নেতাকর্মীরা উচ্ছসিত। সবদিকে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

শনিবার (২১ জুলাই) সকালে সংবর্ধনাস্থল ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান প্রস্তুতি দেখতে গিয়ে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ আজ এক অনন্য উচ্চতায় পৌঁছে গেছে। তিনি বাংলাদেশকে সমৃদ্ধির শিখরে নিয়ে গেছেন।

তিনি বলেন, বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিতি পেয়েছে। তাই তাকে আজ সংবর্ধনা দেওয়া হচ্ছে।

বিকেল ৩টায় শুরু হওয়া আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী।

অন্যান্যদের মধ্যে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

(দ্য রিপোর্ট/এনটি/জুলাই ২১, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর