thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

নওগাঁয় এক প্রসূতির ৬ সন্তান প্রসব

২০১৮ জুলাই ২১ ১৭:০৭:১৭
নওগাঁয় এক প্রসূতির ৬ সন্তান প্রসব

নওগাঁ প্রতিনিধি : নওগাঁ সদর হাসপাতালে ৬ মৃত সন্তান প্রসব করেছে মৌসুমী আখতার নামের এক প্রসূতি। শনিবার সকাল সাড়ে ৯টায় নওগাঁ সদর হাসপাতালে তার এই মৃত সন্তানদের প্রসব হয়। গর্ভবতী হওয়ার ৪ মাসের মধ্যেই এই প্রসবের ঘটনা ঘটে।

মৌসুমীর স্বামী রানা জানান, ২০১০ সালে নওগাঁ জেলার মান্দা উপজেলার ভরট্ট কাঠের ডাঙ্গা গ্রামের ফজর আলীর মেয়ে মৌসুমীর সাথে তার বিয়ে হয়। দীর্ঘদিন ধরে তাদের কোনো সন্তান হয়নি।

গত এপ্রিল মাসে তার স্ত্রী সন্তান ধারণ করেন। স্থানীয় ডাক্তারের পরামর্শে নওগাঁর একটি ডায়াগনস্টিক সেন্টারে আলট্রাসোনোগ্রাম করার পর জানতে পারেন তার পেটে ৬টি সন্তান রয়েছে। এরপর থেকে এক গাইনী ডাক্তারের অধীনে চিকিৎসাধীন ছিলেন।

হঠাৎ গত শুক্রবার বিকেলে তার স্ত্রী মৌসুমী অসুস্থ্য হয়ে পড়েন এবং সন্ধ্যায় বাসায় একটি মৃত সন্তান প্রসব করেন।

এরপরই মৌসুমীকে শুক্রবার রাত ৮টার দিকে সদর হাসপাতালে ভর্তি করানো হয়। শনিবার সকাল ৯টার দিকে পর পর আরো ৫টি মৃত সন্তান প্রসব করেন তিনি।

(দ্য রিপোর্ট/একেএমএম/জুলাই ২১, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর