thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১,  ২৪ জমাদিউস সানি 1446

শনিবার ছাত্রদলের বিক্ষোভ

২০১৩ নভেম্বর ০৮ ১৭:৪৯:৫৭
শনিবার ছাত্রদলের বিক্ষোভ

দিরিপোর্ট২৪ প্রতিবেদক : ঢাকা মহানগর বিএনপির যুগ্ম-আহবায়ক নাসিরউদ্দিন আহমেদ পিন্টুকে ‘ষড়যন্ত্রমূলক মিথ্যা’ মামলায় জড়িয়ে সাজা দেওয়ার প্রতিবাদে শনিবার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে ছাত্রদল।

ছাত্রদলের দফতর সম্পাদক নাজমুল হাসান স্বাক্ষরিত বার্তায় শুক্রবার এ তথ্য জানা যায়।

বার্তায় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি আব্দুল কাদের ভূইয়া জুয়েল ও সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিব শনিবার দেশব্যাপী সকল জেলা, মহানগর ও বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করতে ছাত্রদলের নেতা-কর্মীদের প্রতি আহবান জানান।

উল্লেখ্য, পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় বিএনপির নেতা সাবেক সাংসদ নাসির উদ্দিন আহমেদ পিন্টু ও স্থানীয় আওয়ামী লীগের নেতা তোরাব আলীসহ ১৬১ জনের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। হত্যা মামলার বিচারে গঠিত বিশেষ আদালতের বিচারক মো. আখতারুজ্জামান মঙ্গলবার এ রায় ঘোষণা করেন।

আদালত পিন্টু ও তোরাব আলীকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও পাঁচ বছরের কারাদণ্ডের আদেশ দেন। এছাড়া পিন্টু, তোরাবসহ ১৬১ জনের প্রত্যেককে অবৈধভাবে অস্ত্র লুণ্ঠনের দায়ে আরও ১০ বছরের কারাদণ্ড দেন আদালত।

(দিরিপোর্ট ২৪ /এমএইচ/ নভেম্বর ০৮ ,২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর