thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১,  ২৪ জমাদিউস সানি 1446

‘দলীয় সরকারের অধীনে নির্বাচন নয়’

২০১৩ নভেম্বর ০৮ ১৮:২৪:৪৮
‘দলীয় সরকারের অধীনে নির্বাচন নয়’

দিরিপোর্ট২৪ প্রতিবেদক : কোনো দলীয় সরকারের অধীনে নির্বাচনে যাবে না বলে জানিয়েছেন ইসলামী আন্দোলনের আমীর চরমোনাই পীর মুফতী সৈয়দ রেজাউল করীম।

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শুক্রবার ইসলামী আন্দোলন ঢাকা মহানগর শাখা আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

দুর্নীতি ও সন্ত্রাস নির্মূল করে সুখী-সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা এবং নির্দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে এ জনসভা অনুষ্ঠিত হয়।

সভায় চরমোনাই বলেন, ‘বর্তমান সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হবে না। বরগুনা-২ উপনির্বাচনে তা প্রমাণ হয়ে গেছে। সেদিন আমাদের প্রার্থীর এজেন্টকে ভোট কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে, আমাদের লোকদের ভোট কেন্দ্রে যেতে দেওয়া হয়নি।’

তিনি বলেন, ‘বাংলার জমিনে সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতাবাদ চলতে দেওয়া হবে না। একমাত্র ইসলামী শাসন চলবে।’

সরকারের উদ্দেশ্যে বলেন, ‘নব্বই ভাগ মুসলমানের দেশে আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস উঠিয়ে দিয়েছেন আপনারা। কোনো মুসলমান এটি মেনে নেবে না। এখনো সময় আছে সংবিধানে এটি পুনর্বহাল করুন।’

হরতালের বিপক্ষে অবস্থান নিয়ে তিনি বলেন, ‘বর্তমান বিরোধী দল বিএনপি হরতাল দিচ্ছে, আওয়ামী লীগও বিরোধী দলে থাকার সময় হরতাল দিয়েছে। ক্ষমতায় যাওয়ার জন্য তারা হরতাল দেয়।’

তিনি আরো বলেন, ‘আলেম ওলামাদের সঙ্গে পরামর্শ করে চলমান সংসদ অধিবেশনেই জাতীয় কওমি মাদরাসা শিক্ষা আইন পাশ করতে হবে। এটা নিয়ে রাজনীতি ওলামায়ে কেরাম মেনে নিবেনা।’

জনসভা থেকে আগামী ১৩ ডিসেম্বের ঢাকায় জাতীয় মহাসমাবেশ, ৬-১০ ডিসেম্বর জেলায় জেলায় ওলামা ও সুধী সমাবেশ, ২৭ নভেম্বর কেন্দ্রীয় ওলামা ও সুধী সমাবেশ, ১০-২৫ নভেম্বর সারা দেশে থানা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড ভিত্তিক গণসংযোগ এবং ১৬ নভেম্বর দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন চরমোনাই পীর।

দলটির প্রেসিডিয়াম সদস্য মুফতী মোসাদ্দেক বিল্লাহ সভায় বলেন, ‘বরগুনা-২ আসনের নির্বাচনে সরকার ভোট ডাকাতি করেছে। এতে প্রমাণ হয়, তাদের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।’

তিনি আরো বলেন, সরকার যদি সংসদ বহাল রেখে নির্বাচন দেয় তাহলে ইসলামী আন্দোলন নির্বাচনে যাবে না। সবদল অংশ না নিলে একক কোনো দলের নির্বাচনে তারা অংশ নেবে না। এছাড়াও সংবিধান থেকে নির্দলীয় সরকারের বিধান বাতিল করে আওয়ামী লীগই সংকট তৈরি করেছে বলেও দাবি করেন তিনি।

ইসলামী আন্দোলনের ঢাকা মহানগর সভাপতি অধ্যাপক মাওলানা এটিএম হেমায়েত উদ্দিনের সভাপতিত্বে জনসভায় আরো বক্তব্য রাখেন, দলটির প্রেসিডিয়াম সদস্য মুফতী ফয়জুল করীম, প্রেসিডিয়াম সদস্য মাওলানা নুরুল হুদা ফয়েজী, মহাসচিব অধ্যক্ষ ইউনুস আহমাদ, প্রমুখ।

(দিরিপোর্ট২৪/কেএ/এআইএম/নভেম্বর ০৮, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর