thereport24.com
ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি 25, ৯ মাঘ ১৪৩১,  ২২ রজব 1446

সরকারকে বিশ্বাস করছে না শিশু-কিশোররাও: মওদুদ

২০১৮ আগস্ট ০৪ ২২:৩২:৫৫
সরকারকে বিশ্বাস করছে না শিশু-কিশোররাও: মওদুদ

দ্য রিপোর্ট প্রতিবেদক: শিক্ষার্থীদের আন্দোলন প্রতিহত করতে সরকার পরিবহন শ্রমিকদের মাঠে নামিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।

আন্দোলন দমাতে শক্তি প্রয়োগ করলে জনগণ রুখে দাঁড়াবে বলে মন্তব্য করেছেন তিনি।

শনিবার রাজধানীতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে সম্মিলিত ছাত্র ফোরাম আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন মওদুদ আহমদ।

মওদুদ আহমদ বলেন, কোটা সংস্কারের প্রতিশ্রুতি না রাখায় এ সরকারকে বিশ্বাস করছে না শিশু কিশোররাও। তাই নয় দফা দাবি মেনে নেওয়ার ঘোষণা দেওয়ার পরও শিক্ষার্থীরা আন্দোলনে আছে বলে মনে করেন তিনি। কোটা আন্দোলনের মতো এ আন্দোলনেও সরকার একই আচরণ করছে বলে অভিযোগ করেন ব্যারিস্টার মওদুদ।

সরকারের সমালোচনা করে মওদুদ বলেন, এক দিকে বলছেন দাবি যুক্তিযুক্ত। অন্য দিকে কী করছেন, পরিবহন শ্রমিকদের রাস্তায় নামিয়েছেন। ছাত্রলীগকে এখন রাস্তায় নামিয়েছেন। এই পরিবহন ধর্মঘট, ধর্মঘটের কারণে জনগণের যে দুর্ভোগ হচ্ছে এর জন্য সরকারই দায়ী।

এ সময় মওদুদ আরো বলেন, এই ধর্মঘটের কারণে, ধর্মঘট দিয়ে শিশু কিশোরদেরকে আপনি প্রতিহত করার যে ষড়যন্ত্র করেছেন, যে ষড়যন্ত্রমূলক কর্মসূচি দিয়েছেন, সেটাকে আমরা ধিক্কার জানাই। তাদের এই আন্দোলন রোধ করে যদি, দমন করার জন্য যদি শক্তি প্রয়োগ করেন, তাহলে বাংলাদেশের মানুষ এটাকে রুখে দাঁড়াবে।

জনগণের বিক্ষোভের মধ্য দিয়ে খালেদা জিয়া মুক্ত হবেন বলে মন্তব্য করেন বিএনপির এই নেতা।

(দ্য রিপোর্ট/এমএসআর/আগস্ট ০৪, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর