thereport24.com
ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি 25, ৯ মাঘ ১৪৩১,  ২২ রজব 1446

‘শিক্ষার্থীরা জাতিকে শিক্ষা দিয়েছে, এবার বড়দের পালা’

২০১৮ আগস্ট ০৫ ১৩:২২:২৬
‘শিক্ষার্থীরা জাতিকে শিক্ষা দিয়েছে, এবার বড়দের পালা’

দ্য রিপোর্ট প্রতিবেদক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কোমলমতি শিক্ষার্থীরা জাতিকে শিক্ষা দিয়ে দিয়েছে। এবার আমরা যারা বড় আছি, তাদের পালা। সবাইকে মাঠে নেমে আসতে হবে।

রবিবার (৫ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

মির্জা ফখরুল বলেন, অবৈধ সরকার জনগণের ওপর জগদ্দল পাথরের মতো চেপে বসে আছে। কোমলমতি শিক্ষার্থীরা জাতির চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। বড়দের একটা শিক্ষা হয়েছে। এখন সরকার হটাতে ঐক্যবদ্ধ হয়ে বড়দেরই মাঠে নেমে আসতে হবে।’

তিনি বলেন, অতীতেও সরকার আন্দোলন ভিন্নখাতে নিতে বিএনপিকে জড়িয়েছে বক্তব্য দিয়েছে। এবারও একই পন্থা বেছে নিয়েছে। মূলত তারা দেশের জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছে।

বিএনপি মহাসচিব বলেন, শনিবার রাতে মোহাম্মদপুরে সুজন সম্পাদক বদিউল আলমের বাসায় সরকারি দলের লোকেরা হামলা চালিয়েছে। এ সময় সেখানে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা ব্লুম বার্নিকাটও ছিলেন।
মির্জা ফখরুল বলেন, বদিউল আলমের ওপর হামলা মুক্ত চিন্তার ওপর হামলা। এই হামলার ঘটনায় বিদেশে বাংলাদেশ সম্পর্কে খারাপ বার্তা যাবে। কূটনীতিভাবে দেশ ক্ষতিগ্রস্ত হবে।

(দ্য রিপোর্ট/এনটি/আগস্ট ০৫, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর