thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১,  ২৪ জমাদিউস সানি 1446

‘একতরফা নির্বাচনে যাচ্ছে সরকার’

২০১৩ নভেম্বর ০৮ ১৮:৩০:১০
‘একতরফা নির্বাচনে যাচ্ছে সরকার’

দিরিপোর্ট ২৪ প্রতিবেদক : জনগণের নির্দলীয় সরকারের দাবি উপেক্ষা করে তথাকথিত সর্বদলীয় সরকারের কথা বলে মহাজোট সরকার একতরফা নির্বাচনের পথে এগিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে সরকার নিপীড়ন ও মানুষ হত্যা করে জনগণের ন্যায়সংগত দাবিকে স্তব্ধ করে দিতে চায় বলেও মন্তব্য করেন তিনি।

গুলশানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে শুক্রবার বিকেলে ১৮ দলীয় জোটের মহাসচিব পর্যায়ের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ‘পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে নির্বাচনকালীন নির্দলীয় সরকার ব্যবস্থা বাতিলের পর নির্দলীয় সরকারের দাবিতে আন্দোলন করে আসছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট।’

তিনি বলেন, ‘সরকার ও সংসদের মেয়াদ শেষ হয়ে আসলেও মুখে সমঝোতার কথা বলে গণদাবিকে আমলে না নিয়ে সর্বদলীয় সরকারের নামে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে।’

ফখরুল বলেন, ‘গণতান্ত্রিক অধিকার, ভোটের অধিকার ও জাতীয় সংসদ নির্বাচন অবাধ,সুষ্ঠু করার জন্য নির্দলীয় সরকারের বিকল্প নেই। অথচ সরকার এ বিষয়ে কোনো কর্ণপাত করছে না।তাই তৃতীয় দফা কঠোর কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিতে হচ্ছে।’

সংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সংলাপ ও সমঝোতার ব্যাপারে আমাদের পক্ষ থেকে আলোচনার দরজা খোলা আছে।’

সংবাদ সম্মেলনে ১০,১১ ও ১২ নভেম্বর টানা ৭২ ঘণ্টার হরতাল ষোষণা করেন মির্জা ফখরুল। হরতাল পালন করা হবে রবিবার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত। তিনি বলেন, ‘হরতালের আওতামুক্ত থাকবে- চিকিৎসা প্রধানকারী সব সেবা প্রতিষ্ঠান, ওষুধের দোকান, খাবারের দোকান, ডাক্তারদের পরিবহন, গণমাধ্যমের গাড়ি ও অ্যাম্বুলেন্স।’

বৈঠকে উপস্থিত ছিলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য ডা. রেদোওয়ান উল্লাহ সাহেদী, লিবারেল ডেমোক্রেটিক পার্টির মহাসচিব ড.রেদোয়ান আহমেদ, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) মহাসচিব সালাউদ্দিন মতিন, ইসলামী ঐক্যজোটের যুগ্ম-মহাসচিব মুফতি মাওলানা ফজলুর রহমান, ন্যাশনাল পিপলস পার্টির মহাসচিব ড. ফরিদুজ্জামান ফরহাদ, কল্যাণ পার্টির সাধারণ সম্পাদক আব্দুল মালেক চৌধুরী, জাতীয় গণতান্ত্রিক পার্টির সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান, খেলাফত মজলিশ মহাসচিব আহমেদ আব্দুল কাদের, লেবার পার্টির মহাসচিব হামদুল্লাহ আল মেহেদী, বাংলাদেশ ন্যাপের মহাসচিব এম গোলাম মোস্তাফা ভূঁইয়া, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির মহাসচিব আলমগীর মজুমদার, মুসলিম লীগের কাজী আবুল খায়ের, ন্যাপ ভাসানীর মহাসচিব হাসনাত খান ভাসানী, বাংলাদেশ ইসলামিক পার্টির মহাসচিব আব্দুর রশিদ প্রধান, ডেমোক্রেটিক লীগের যুগ্ম মহাসচিব খোকন দাস, জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা শাহিনুর পাশা চৌধুরী।

(দিরিপোর্ট২৪ /এমএইচ/ এনডিএস/নভেম্বর ০৮ ,২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর