thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

মসলার বাজার সহনীয় পর্যায়ে রয়েছে : সাঈদ খোকন

২০১৮ আগস্ট ১৬ ১২:৫১:২৩
মসলার বাজার সহনীয় পর্যায়ে রয়েছে : সাঈদ খোকন

দ্য রিপোর্ট প্রতিবেদক : ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন বলেছেন, আসন্ন পবিত্র ঈদুল আজহার আগে মসলার বাজার সহনীয় পর্যায়ে রয়েছে। কোনো কোনো পণ্যের মূল্য গত বছরের চেয়ে কম আছে। ঈদের আগে কোনো নিত্যপণ্যের দাম বাড়বে না।

বৃহস্পতিবার (১৬ আগস্ট) সকালে রাজধানীর কারওয়ান বাজারস্থ মসলার বাজার পরিদর্শন করে মেয়র একথা বলেন।

ডিএসসিসি'র প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রধান নির্বাহী মেসবাহুল ইসলাম, ডিএসসিসি'র প্রধান রাজস্ব কর্মকর্তা মো. ইউসুফ আলী সরদার, ডিএনসিসি'র আঞ্চলিক (অঞ্চল-৫) নির্বাহী কর্মকর্তা এস এম অজিয়র রহমান, ডিএনসিসি'র নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ার প্রমুখ উপস্থিত ছিলেন।

মেয়র বলেন, আমরা বাজার পরিদর্শন করে দেখেছি বেশ কিছু মসলা বিশেষ করে পেঁয়াজ, রসুন, আদাসহ বেশ কিছু নিত্যপণ্যের দাম গত বছরের চেয়ে বেশ খানিকটা কম। আমরা সম্মিলতভাবে উত্তর-দক্ষিণের সব কাঁচাবাজারে মনিটরিং টিম রাখার ব্যবস্থা করছি, যেন কোনক্রমেই মসলার বাজার নাগালের বাইরে না যায়। তবে এবার নিঃসন্দেহে বলতে পারি মসলার বাজার নিয়ন্ত্রণে রয়েছে।

(দ্য রিপোর্ট/এনটি/আগস্ট ১৬, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর