thereport24.com
ঢাকা, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১,  ২০ জমাদিউল আউয়াল 1446

তিনটি কবিতা ।। অটল বিহারী বাজপায়ী

২০১৮ আগস্ট ১৮ ০১:৫৫:২৪
তিনটি কবিতা ।। অটল বিহারী বাজপায়ী

[ ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ও কবি অটল বিহারী বাজপায়ী প্রয়াত। কবিতা হারালো তার কবিকে। কবি হিসেবে তার পরিচিতি শুধু হিন্দিভাষী অঞ্চলে। বাংলায় প্রায় নেই। এখানে তাঁর তিনটি কবিতার অনুবাদ পেশ করা হলো। অনুবাদ করেছেন খ্যাতিমান কবি অমিত গোস্বামী ]

পা মিলিয়ে চলতে হবে

সামনে বাধা আসুক না হয়, দুর্যোগ সব আসুক সাথে
পায়ের নীচে জ্বলুক আগুন, মাথা ছিঁড়ুক যন্ত্রণাতে
কিন্তু মুখে থাকুক হাসি, তোমায় হেসে বলতে হবে
সামনে প্রলয়, অযথা ভয়, পা মিলিয়ে চলতে হবে ।

বিষাদ ঝড়ে থাকবে হাসি, সম্মানে বা অসম্মানে
বুক চিতিয়ে উঁচু মাথায় থাকতে হবে দৃঢ় মনে
রোগ বা জ্বালা সামনে এলে সমস্বরে বলতে হবে
সামনে প্রলয়, অযথা ভয়, পা মিলিয়ে চলতে হবে ।

আলোর মালায় অন্ধকারে বর্ষা ঘন প্রবল ঝড়ে
জয় পরাজয় প্রেমের স্রোতে তীব্র ঘৃণায় সমস্বরে
লোভ লালসা দূর হঠো আজ, একই সাথে বলতে হবে
সামনে প্রলয়, অযথা ভয়, পা মিলিয়ে চলতে হবে ।

অমর হওয়ার সে আঁকা পথ প্রসারিত মানুষজনের
ছুঁতে হবে প্রগতিপথ দ্রুততা আর সমর্পণে
প্রত্যাশাহীন দৃঢ়চেতা মানুষ নিয়ে চলতে হবে।
সামনে প্রলয়, অযথা ভয়, পা মিলিয়ে চলতে হবে ।
কাঁটায় বেঁধা এমন জীবন সংসার প্রেমবিহীনতায়
পরহিতে নিয়োজিত অর্থবহ দেশের কথায়
আহুতিতে সমর্পিত জীবন নিয়েই চলতে হবে
সামনে প্রলয়, অযথা ভয়, পা মিলিয়ে চলতে হবে ।

উঁচু

উঁচু পাহাড়ে কোন গাছ হয় না,
আগাছাও নয়, ঘাস থাকে না কোন।
সেখানে থাকে শুধু বরফ, যা কফিনের
মত সাদা আর মৃত্যুর মত ঠান্ডা
যা খেলে না, খেলায় না, শুধু নিজের
ভাগ্যের ওপর বিন্দু বিন্দু অশ্রুজল ফেলে।


আরোহীদের আমন্ত্রণ

এমনই উঁচু যার স্পর্শ জলকেও পাথর করে দেয়
এতটাই উঁচু যার কাঠিন্য অভিনন্দন এর অধিকারী
আরোহীদের আমন্ত্রণ সেখানে, এসো, ঠাঁই গাড়বে?
কিন্তু সেখানে কোন চড়ুই কখনও বাসা বাঁধে নি
শকুনের পলক কখনও পড়ে নি সেইখানে
যায় নি কোনও ভাগ্যান্বেষী পথিক, এসো, ঠাঁই গাড়বে?




(দ্য রিপোর্ট/একেএমএম/আগস্ট ১৮,২০১৮)





























পাঠকের মতামত:

SMS Alert

সাহিত্য এর সর্বশেষ খবর

সাহিত্য - এর সব খবর