thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

বগুড়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত

২০১৮ সেপ্টেম্বর ০৮ ০৭:২৯:৫১
বগুড়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত

বগুড়া প্রতিনিধি : বগুড়া শহরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে শাকিল (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত হয়েছেন বিশাল (২৪) নামে আরেক যুবক।

শুক্রবার (৭ সেপ্টেম্বর) দিনগত রাত ১০টার দিকে শহরের চকসূত্রাপুর চামড়ার গুদাম এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শাকিল বগুড়া শহরের কলোনি এলাকার শাহজালালের ছেলে। তার বিরুদ্ধে সদর থানায় অস্ত্র ও এসিড আইনসহ বিভিন্ন আইনে পাঁচটি মামলা রয়েছে।

আহত বিশাল শহরের রহমান নগর এলাকার সোনা মিয়ার ছেলে। তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে বগুড়া শহরের ছিলিমপুর টাউন ফাঁড়ি পুলিশের উপ-পরিদর্শক (টিএসআই) আব্দুল আজিজ মণ্ডল সাংবাদিকদের জানান, রাতে কয়েকজন বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে করে চকসূত্রাপুর এলাকায় অবস্থিত রানার সিটি সংলগ্ন সুইপার পট্টিতে যান শাকিল ও বিশাল। সেখানে থেকে চকসূত্রাপুর চামড়ার গুদাম সড়ক হয়ে অন্য কোথাও যাচ্ছিলেন তারা। এসময় সেখানে থাকা কয়েকজন যুবক তাদের মোটরসাইকেল লক্ষ্য করে ফুটবল ছুড়ে মারেন। ওই বল শাকিলের গায়ে লাগলে দু’পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। এরই একপর্যায়ে তারা শাকিল ও বিশালকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। এ অবস্থায় তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক শাকিলকে মৃত ঘোষণা করেন।

(দ্য রিপোর্ট/এনটি/সেপ্টেম্বর ০৮, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

রাজশাহী এর সর্বশেষ খবর

রাজশাহী - এর সব খবর