thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

এলপিজি উৎপাদনে আবারও সেরা ওমেরা পেট্রোলিয়াম

২০১৮ সেপ্টেম্বর ১০ ১৬:৩২:০৯
এলপিজি উৎপাদনে আবারও সেরা ওমেরা পেট্রোলিয়াম

দ্য রিপোর্ট ডেস্ক : বেসরকারি এলপিজি উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে দ্বিতীয়বারের মতো দেশ সেরা পুরস্কার লাভ করেছে ওমেরা পেট্রোলিয়াম লিমিটেড। আজ সোমবার ওমেরা পেট্রোলিয়ামের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, সম্প্রতি অনুষ্ঠিত ‘বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহ- ২০১৮’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওমেরা পেট্রোলিয়াম লিমিটেডের পরিচালক আজম জে চৌধুরীর হাতে ‘সেরা বেসরকারি এলপিজি উৎপাদনকারী প্রতিষ্ঠান ২০১৮’ পুরস্কারটি তুলে দেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উচ্চ মানসম্পন্ন এলপিজি উৎপাদন ও বাজারজাতকরণের স্বীকৃতি হিসেবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই স্বীকৃতি দেয়া হয়েছে।

উচ্চ মানসম্পন্ন এলপিজি উৎপাদন ও ব্যবসায়িক প্রবৃদ্ধির উচ্চহার ছাড়াও ওমেরা পেট্রোলিয়াম লিমিটেডের অত্যাধুনিক ব্যবসায়িক অবকাঠামো, উন্নত গ্রাহকসেবা এবং সার্বিক নিরাপত্তা বিধান এই অনন্য পুরস্কার পাওয়ার পেছনে বিশেষ অবদান রেখেছে।

(দ্য রিপোর্ট/এনটি/সেপ্টেম্বর ১০, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর