thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১,  ২৫ জমাদিউস সানি 1446

মওদুদ, আনোয়ার ও রফিকুল আটক

২০১৩ নভেম্বর ০৮ ২০:৪৬:৫২
মওদুদ, আনোয়ার ও রফিকুল আটক

দিরিপোর্ট২৪ প্রতিবেদক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, এমকে আনোয়ার ও ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে আটক করেছে পুলিশ।

হোটেল সোনারগাঁওয়ে দৈনিক প্রথম আলোর এক অনুষ্ঠান শেষে শুক্রবার রাত ৮টায় বের হওয়ার সময় প্রথমে আটক করা হয় মওদুদ আহমদকে। আধাঘণ্টা পর আটক করা হয় এমকে আনোয়ারকে। তবে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে কোথা থেকে আটক করা হয়েছে তা নিশ্চিত করা যায়নি।

মওদুদ আহমদের গাড়িচালক মোহাম্মদ আলী দিরিপোর্ট২৪কে জানান, হোটেল সোনারগাঁওয়ে প্রথম আলোর প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান শেষে বের হওয়ার সময় সাদা পোশাকধারী কয়েকজনসহ ১২-১৩ জন পুলিশ স্যারের সঙ্গে কথা আছে বলে তাকে নিয়ে যায়।

বিএনপির ওই তিন নেতাকে আটকের পর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান দিরিপোর্ট২৪কে তিন নেতার আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

রফিকুল ইসলাম মিয়ার স্ত্রী শাহিদা রফিক রাত পৌনে ১১টায় ডিবি কার্যালয় থেকে বেরিয়ে জানান, টেলিভিশন দেখে প্রথমে জানতে পারি আমার স্বামীকে আটক করা হয়েছে। এরপর ডিবি অফিস থেকে ফোন করে রাতের খাবার ও কাপড়চোপড় নিয়ে আসার জন্য বলা হয়। খাবার ও কাপড়চোপড় নিয়ে এসেছিলাম। সেগুলো ডিবি পুলিশ রেখে দিয়েছে। আমার স্বামীর সঙ্গে দেখা হয়নি। তাকে কেন আটক করা হয়েছে তাও জানতে পারিনি।

(দিরিপোর্ট২৪/এমএইচ/এনডিএস/এমএআর/নভেম্বর ০৮, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর