thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি 25, ৯ মাঘ ১৪৩১,  ২৩ রজব 1446

৫ কোটি ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকড

২০১৮ সেপ্টেম্বর ২৯ ০৭:৩৪:০৯
৫ কোটি ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকড

দ্য রিপোর্ট ডেস্ক : বিশ্বের জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের প্রায় পাঁচ কোটি ব্যবহারকারীর অ্যাকাউন্ট হ্যাকিংয়ের শিকার হয়েছে।

হ্যাকিংয়ের বিষয়টি নিশ্চিত করে কোম্পানিটি জানিয়েছে, একটি নিরাপত্তা ত্রুটির কারণে এসব অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নিয়েছে আক্রমণকারীরা। শুক্রবার (২৮ সেপ্টেম্বর) কোম্পানিটির পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

ফেসবুক জানায়, হ্যাকাররা ভিউ এজ (view as) নামের সুবিধার দুর্বলতাকে কাজে লাগিয়ে সুযোগ নিয়ে মানুষের অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নিয়েছে। মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) এই ঘটনা ধরা পড়ে। কোম্পানিটি পুলিশকে বিষয়টি অবহিত করেছে।

ফেসবুক জানায়, যেসব ব্যবহারী আক্রান্ত হয়েছেন তাদেরকে শুক্রবার পুনরায় লগ-ইন করতে হয়েছে।

কোম্পানিটির নিরাপত্তা প্রধান গাই রোজেন জানান, এই ত্রুটি সারিয়ে ফেলা হয়েছে। তিনি বলেন, আমরা মাত্র তদন্ত শুরু করেছি। এখনও জানি না এসব তথ্য অপব্যবহার করা হয়েছে কিংবা কোনও তথ্য দেখা হয়েছে। আমরা জানি না, এই হামলার নেপথ্যে কারা রয়েছে এবং তাদের অবস্থান কোথায়।

রোজেন আরও জানান, মানুষের গোপনীয়তা ও নিরাপত্তা অনেক গুরুত্বপূর্ণ। এজন্য আমরা দুঃখিত।

(দ্য রিপোর্ট/এনটি/সেপ্টেম্বর ২৯, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর