thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি 25, ৯ মাঘ ১৪৩১,  ২৩ রজব 1446

নীরব মোদীর নিউইয়র্কের বাড়ি বাজেয়াপ্ত

২০১৮ অক্টোবর ০২ ০৭:২৫:০৩
নীরব মোদীর নিউইয়র্কের বাড়ি বাজেয়াপ্ত

দ্য রিপোর্ট ডেস্ক : পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ১২,৬০০ হাজার কোটি টাকার দুর্নীতিতে অভিযুক্ত নীরব মোদীর নিউইয়র্কের বাড়ি এবং বেশ কিছু গয়না বাজেয়াপ্ত হয়েছে। প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টের আওতায় এই সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে। ভারতের প্রভাবশালী সংবাদ মাধ্যম এনডিটিভি এ খবর প্রকাশ করেছে।

খবরে জানানো হয়, বাজেয়াপ্ত হওয়া সম্পত্তির পরিমাণ ৬৩৭ কোটি টাকা। এই দুর্নীতির তদন্ত করা সংস্থাই সম্পত্তি বাজেয়াপ্ত করেছে।

কোনও ঘটনার তদন্ত শুরু করে ভারতীয় সংস্থা বিদেশের মাটিতে থাকা সম্পত্তি বাজেয়াপ্ত করেছে, এমন ঘটনা বিরল।

এদিকে এ ঘটনার অন্য অভিযুক্ত আদিত্য নানাবতির নামে রেড কর্নার নোটিশ জারির আবেদন জানিয়েছে কেন্দ্র।

এর আগে মার্চ মাসে ইডি নীরবের ৩৬ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করে। মুম্বাইয়ে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের একটি শাখা থেকে হাজার হাজার কোটির দুর্নীতি হয় বলে অভিযোগ উঠে। এ ঘটনায় অভিযুক্ত হন নীরব ও তার মামা মেহুল। দুজনেই বর্তমানে দেশের বাইরে রয়েছে। তাদের আটকের চেষ্টা চলছে।

(দ্য রিপোর্ট/এনটি/অক্টোবর ০২, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর