thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি 25, ৯ মাঘ ১৪৩১,  ২৩ রজব 1446

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহতের সংখ্যা ১২০০ ছাড়িয়েছে

২০১৮ অক্টোবর ০২ ১৬:৫৬:৪০
ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহতের সংখ্যা ১২০০ ছাড়িয়েছে

দ্য রিপোর্ট ডেস্ক: ইন্দোনেশিয়ায় ভূমিকম্প ও সুনামির আঘাতে নিহত মানুষের সংখ্যা ১২০০ ছাড়িয়েছে। মঙ্গলবার দেশটির দুর্যোগ প্রশমন সংস্থা এ তথ্য জানিয়েছে। খবর বিবিসির।

শুক্রবারের এ ভূমিকম্প ও সুনামির আঘাতে সোমবার পর্যন্ত ৮৪৪ জনের প্রাণহানি কথা বলা হচ্ছিল।

এখনও ধ্বংসস্তূপের নিচে শতাধিক মানুষ চাপা পড়ে আছে বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারী দলের সদস্যরা।

পালু শহরের স্বাভাবিক জীবনযাত্রা পুরোপুরি ব্যাহত হয়েছে। সেখানে খুবই কম পরিমাণ বিশুদ্ধ পানি পাওয়া যাচ্ছে। খাবার এবং পানির জন্য হাহাকার চলছে শহরে।

ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপের পালু শহরে শুক্রবার সন্ধ্যায় ৭ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে সৃষ্ট সুনামির ফলে ভেসে যায় পালু শহর।

হাজার হাজার ঘরবাড়ি বিধ্বস্ত হয়। এতে পুরো এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ভূমিধসে শহরের প্রধান প্রধান সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। ঘরবাড়ি হারিয়ে খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছে লোকজন।

(দ্য রিপোর্ট/এমএসআর/অক্টোবর ০২, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর