thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি 25, ৯ মাঘ ১৪৩১,  ২৩ রজব 1446

জম্মু-কাশ্মীরে ৪.৬ মাত্রার ভূমিকম্প

২০১৮ অক্টোবর ০৭ ১১:১০:৪৯
জম্মু-কাশ্মীরে ৪.৬ মাত্রার ভূমিকম্প

দ্য রিপোর্ট ডেস্ক : ভারতনিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে স্বল্পমাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।

রোববার (৭ অক্টোবর) দেশটির আবহাওয়া দফতর জানায়, স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় ভূমিকম্পটি আঘাত হানে।

রিখটার স্কেলে ৪ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পটি জম্মু-কাশ্মীরের উত্তর অংশে আঘাত হানে।

ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল জম্মু ও কাশ্মীর অঞ্চলের ৩৬.৭ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৭৪.৫ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে ভূপৃষ্ঠের ২০৬ কিলোমিটার গভীরে।

কর্মকর্তারা জানান, এতে ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের কোনো এলাকা থেকে ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। উল্লেখ্য, ২০০৫ সালের ৮ অক্টোবর পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে একটি শক্তিশালী ভূমিকম্পের আঘাতে প্রায় ৮০ হাজার লোকের প্রাণহানি ঘটে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৭ দশমিক ৪। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মুজাফফরাবাদে।

(দ্য রিপোর্ট/এনটি/অক্টোবর ০৭, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর