thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৭ জানুয়ারি 25, ২৪ পৌষ ১৪৩১,  ৭ রজব 1446

জার্মানিতে উড়োজাহাজ বিধ্বস্ত, শিশুসহ নিহত ৩

২০১৮ অক্টোবর ১৫ ২১:৩৩:৫১
জার্মানিতে উড়োজাহাজ বিধ্বস্ত, শিশুসহ নিহত ৩

দ্য রিপোর্ট ডেস্ক : জার্মানিতে একটি ছোট উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দু’জন নারী ও একজন শিশু।

দেশটির হেসে রাজ্যের ফুলদা শহরের পাশের রহেন এলাকায় রোববার স্থানীয় সময় বিকেল পৌনে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

উড়োজাহাজটির পাইলটসহ ৫ জনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিবিসি জানিয়েছে, ওয়াসারকুপে পর্বতমালার কাছে অবস্থিত এয়ারফিল্ডে অবতরণ করতে গিয়ে পাইলট কোনো কারণে প্লেনটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। তখন পাইলট আবারও উড্ডয়ন করার চেষ্টা করলেও প্লেনটি আর উড়তে পারেনি।

দ্বিতীয় চেষ্টায় উড়তে ব্যর্থ হয়ে উড়োজাহাজটি পড়ে যেতে থাকে। তখন সেটি সীমানা প্রাচীর ভেঙে এয়ারফিল্ডের পাশে ওই সময় চলমান একটি সমাবেশে লোকজনের ভিড়ের মাঝে গিয়ে আঘাত করে। এর ফলেই এই হতাহতের ঘটনা ঘটে।

নিহতদের পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে বলে বিবৃতিতে জানিয়েছে পুলিশ। স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, নিহত ছেলেটির বয়স ১০ বছরের মতো।

দুর্ঘটনার কারণ এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। আবহাওয়া ওই সময় স্বাভাবিক ছিল বলেও জানানো হয়েছে। ঘটনাটি তদন্ত করছে পুলিশ।

(দ্য রিপোর্ট/একেএমএম/অক্টোবর ১৫,২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর