thereport24.com
ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল 24, ১৫ বৈশাখ ১৪৩১,  ২০ শাওয়াল 1445

ইইউ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে ইসি

২০১৮ অক্টোবর ১৮ ১২:৪৯:৪৩
ইইউ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে ইসি

দ্য রিপোর্ট প্রতিবেদক : ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) সাত সদস্যের একটি প্রতিনিধি দলের সঙ্গে নির্বাচন কমিশনাররা (ইসি) বৈঠকে বসেছেন।

বৃহস্পতিবার (১৮ অক্টোবর) বেলা সোয়া ১১টার দিকে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কেএম নূরুল হুদার কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।

সিইসির ব্যক্তিগত কর্মকর্তা একেএম মাজহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রতিনিধি দলে ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূত রেনজি টেরিংকের নেতৃত্বে বৃটেন, জার্মানি, স্পেন, সুইডেন, ফ্রান্স, ডেনমার্ক, নেদারল্যান্ডের রাষ্ট্রদূত ও প্রতিনিধি উপস্থিত রয়েছেন।

বৈঠকে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম, কবিতা খানম, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী, ইসি সচিব হেলালুদ্দীন আহমদ উপস্থিত রয়েছেন।

বৈঠকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে বলে ইসি সূত্রে জানা গেছে।

(দ্য রিপোর্ট/এনটি/অক্টোবর ১৮, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর