thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১,  ২৫ জমাদিউস সানি 1446

‘সরকারের পতন হবে’

২০১৩ নভেম্বর ০৮ ২২:৪৪:৫১
‘সরকারের পতন হবে’

দিরিপোর্ট২৪ প্রতিবেদক : বিএনপির স্থায়ী কমিটির তিন নেতাকে আটকের প্রতিবাদে শুক্রবার রাতে জাতীয় প্রেস ক্লাবে জরুরি সংবাদ সম্মেলনে দলটির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, এই সরকার পতনের আগে মরণ কামড় দিচ্ছে। তাদের বেপরোয়া ক্ষমতার ক্ষুধায় মানবিকতা হত্যা হচ্ছে। সরকার বিরোধী দলের রক্ত পিপাসু হয়ে গেছে। কিন্তু তারা রাজনীতির ইতিহাস ভুলে গেছে। পাকিস্তান শাসনামলেও ইয়াহিয়া রক্তপিপাসু হয়েছিলেন। কিন্তু তারও পতন হয়েছিল।এ সরকারেরও পতন হবে।

সংবাদ সম্মেলনে তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, এমকে আনোয়ার ও রফিকুল ইসলাম মিয়াকে আটকের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তিনি বলেন এভাবে যদি আরো বিএনপির নেতা-কর্মীদের আটক করা হয় তবে ঘোষিত ৭২ ঘন্টার হরতালের পরও আরো তীব্র ও কঠোর কর্মসূচি দেয়া হবে।

(দিরিপোর্ট২৪/ আ্‌র/ এমডি/ ০৮, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর