thereport24.com
ঢাকা, বুধবার, ৫ ফেব্রুয়ারি 25, ২২ মাঘ ১৪৩১,  ৬ শাবান 1446

শিক্ষার্থীদের আন্দোলন ছত্রভঙ্গ, আটক ৭

২০১৮ অক্টোবর ২৮ ১২:৫৪:৩৮
শিক্ষার্থীদের আন্দোলন ছত্রভঙ্গ, আটক ৭

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর ব্যস্ততম শাহবাগ মোড় অবরোধের ২২ ঘণ্টা পর বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদের শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করেছে পুলিশ। এ সময় একজন নারীসহ ৭ শিক্ষার্থীকে আটক করা হয়।

রোববার (২৮ অক্টোবর) সকাল ১০টায় তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।

শনিবার (২৭ অক্টোবর) দুপুর ১২টা থেকে ৪০তম বিসিএস পরীক্ষায় আবেদনের আগে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে শাহবাগ অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করছিল বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ।

বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান গণমাধ্যমকে জানান, ‘৬ বছর ধরে আমরা এই অহিংস আন্দোলন করে আসছি। শনিবার দুপুর থেকে রাত এবং রাত থেকে আজ সকাল পর্যন্ত আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছিলাম। তবে হঠাৎ পুলিশ আমাদের ওপর হামলা করে ছত্রভঙ্গ করে দেয়। আমাদের চারজনকে আটক করা হয়েছে। আমরা জরুরি সভা ডেকেছি। সভা থেকে পরবর্তী কর্মসূচি দেয়া হবে।’

শাহবাগ থানার ওসি আবুল হাসান বলেন, আজ এমনিতেই বিশৃঙ্খল অবস্থা। গাড়ি চলে না, তার ওপর তারা শাহবাগের মতো রাজধানীর গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট দখল করে ছিল। তাদের বারবার সরে যেতে বলা হলেও শোনেনি। এ জন্য সাতজনকে গ্রেফতার করা হয়েছে। তবে হামলা হয়নি বলে জানিয়েছেন এ পুলিশ কর্মকর্তা।

(দ্য রিপোর্ট/এনটি/অক্টোবর ২৮, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর