thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১,  ২৫ জমাদিউস সানি 1446

বিএনপি নেতাদের গ্রেফতারে অভিযান অব্যাহত

২০১৩ নভেম্বর ০৮ ২২:৪৭:২১
বিএনপি নেতাদের গ্রেফতারে অভিযান অব্যাহত

দিরিপোর্ট২৪ প্রতিবেদক : বিএনপি নেতাদের ধরতে রাতভর অভিযান অব্যাহত রাখবে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ইতোমধ্যে মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, সাদেক হোসেন খোকা ও আব্দুস সালামের বাসায় অভিযান চালিয়েছে পুলিশ।

গোয়েন্দা সূত্রে জানা গেছে, সরকারের উচ্চ পর্যায়ের নীতি নির্ধারকদের সিদ্ধান্তের প্রেক্ষিতে রাজধানী ঢাকায় বিভিন্ন সময় সহিংসতার মামলায় যাদের নাম আছে তাদের গ্রেফতার করা হবে।

এর আগে রাজধানীর সোনারগাঁও হোটেলের সামনে থেকে শুক্রবার সন্ধ্যায় ব্যারিস্টার মওদুদ আহমদ, এম কে আনোয়ার ও রফিকুল ইসলাম মিয়াকে আটক করে পুলিশ।

এ অভিযান সম্পর্কে ডিবির উপ-পুলিশ কমিশনার (পূর্ব) জাহাঙ্গীর হোসেন মাতব্বর বলেন, ‘বিভিন্ন মামলায় আসামিদের গ্রেফতারে ডিবির একধিক দল অভিযান চালাচ্ছে। এটা কোনো বিশেষ বা উদ্দেশ্যপ্রণোদিত অভিযান নয়। গোয়েন্দা পুলিশের স্বাভাবিক অভিযান হিসেবে এটা পরিচালিত হচ্ছে।’

বিএনপির আগামী রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত টানা ৭২ ঘণ্টার হরতালের ঘোষণার পরপরই এ অভিযান শুরু করে আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনী।

(দিরিপোর্ট২৪/কেজেএন/এসকে/এমডি/নভেম্বর ০৮, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর