thereport24.com
ঢাকা, বুধবার, ৫ ফেব্রুয়ারি 25, ২৩ মাঘ ১৪৩১,  ৬ শাবান 1446

ইভিএম ব্যবহারের বিধিমালা চূড়ান্ত 

২০১৮ নভেম্বর ০৪ ১৭:১৬:০৪
ইভিএম ব্যবহারের বিধিমালা চূড়ান্ত 

দ্য রিপোর্ট প্রতিবেদক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের বিধি চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)।

শনিবার ও রবিবার (৪ নভেম্বর) দুইদিন টানা বৈঠক শেষে কমিশন এ বিধিমালা চূড়ান্ত করে।

নির্বাচন কমিশনের যুগ্ম সচিব আবুল কাশেম ইভিএম বিধিমালা চূড়ান্ত করার বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার রাষ্ট্রপতি আবদুল হামিদ সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহারের বিধান যুক্ত করে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনীর অধ্যাদেশ জারি করেন। এর মধ্য দিয়ে স্থানীয় নির্বাচনের মতো জাতীয় সংসদ নির্বাচনেও ইভিএম ব্যবহারে পথ উন্মুক্ত হলো।

এদিকে শনিবার বিকেলে সংসদ নির্বাচনের তফসিল বিষয়ে আরেকটি কমিশন সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

(দ্য রিপোর্ট/এমএসআর/নভেম্বর ০৪, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর