thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৪ জানুয়ারি 25, ১০ মাঘ ১৪৩১,  ২৪ রজব 1446

সৌদি কনসাল জেনারেলের বাড়িতে অ্যাসিডের নমুনা মিলেছে

২০১৮ নভেম্বর ০৯ ১১:৩৯:৫৯
সৌদি কনসাল জেনারেলের বাড়িতে অ্যাসিডের নমুনা মিলেছে

দ্য রিপোর্ট ডেস্ক: তুরস্কের অ্যাটর্নি জেনারেলের অফিসের একটি সূত্র জানিয়েছে, হত্যাকাণ্ডের শিকার সাংবাদিক জামাল খাশোগির মৃতদেহ গলিয়ে দিতে অ্যাসিড ও অন্যান্য রাসায়নিক ব্যবহার করেছে সৌদি আরব। কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরাকে এমনটাই জানিয়েছে ওই সূত্রটি।

সূত্রটি জানায়, ইস্তাম্বুলে সৌদি কনসাল জেনারেল মোহাম্মদ আল-ওতাইবির বাড়ির কূপের ভেতর হাইড্রোফ্লোরিক অ্যাসিড ও অন্যান্য রাসায়নিকের নমুনা পাওয়া গেছে।

ইস্তাম্বুল থেকে আল-জাজিরার অ্যান্ড্রু সিমন্স জানিয়েছেন, গত মাসে প্রথমবারের মতো সৌদি কনসাল জেনারেলের বাড়িতে ঢোকার অনুমতি পাওয়ার পর একটি কূপের ভেতর থেকে তুরস্কের তদন্তকারীরা ওই নমুনা সংগ্রহ করে।

তিনি বলেন, আমরা জানি ১৬ থেকে ১৭ অক্টোবর রাতে কনসাল জেনারেলের বাড়িতে তদন্তকালে তুরস্কের তদন্তকারী পুরো বাগান এবং কূপে অভিযান চালানোর অনুমতি চান, তাদের সেই অনুমতি মেলেনি কিন্তু কূপের ওপরে থাকা রড থেকে কিছুটা নমুনা তারা ঠিকই সংগ্রহ করতে সক্ষম হন।

‘ওই নমুনাগুলো প্রক্রিয়াজাত করা হয়েছে এবং সেগুলোতে হাইড্রোফ্লোরিক ও অন্যান্য রাসায়নিক থাকার প্রমাণ পাওয়া গেছে।’

সিমন্স বলেন, কূটনীতিক এলাকার পয়নিষ্কাশন ও ড্রেনেজ সিস্টেম থেকে নেয়া নমুনা থেকে অ্যাসিড ব্যবহারের প্রমাণ মিলেছে।

২ অক্টোবর তুরস্কের ইস্তাম্বুলস্থ সৌদি কনস্যুলেটে বিয়ের প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহের জন্য প্রবেশ করে নিখোঁজ হন ওয়াশিংটন পোস্টের কলামিস্ট খাশোগি। তুরস্কের দাবি করে তাকে ওইদিনই কনস্যুলেটের ভেতর হত্যা করা হয়েছে। সৌদি আরব প্রথমে এ ধরনের অভিযোগ অস্বীকার করলেও পরে খাশোগিকে হত্যার কথা স্বীকার করে নেয়। তবে এখনও খাশোগির মৃতদেহের খোঁজ মেলেনি।

(দ্য রিপোর্ট/এমএসআর/নভেম্বর ০৯, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর