thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৪ জানুয়ারি 25, ১০ মাঘ ১৪৩১,  ২৪ রজব 1446

এবার আগ্রার নাম পরিবর্তনের দাবি বিজেপি নেতার

২০১৮ নভেম্বর ১১ ০৯:১০:৫৬
এবার আগ্রার নাম পরিবর্তনের দাবি বিজেপি নেতার

দ্য রিপোর্ট ডেস্ক : এবার আগ্রাকে ‘আগরাওয়াল’ বা ‘আগরাভান’ করার দাবি জানিয়েছেন উত্তরপ্রদেশের আগরা উত্তর কেন্দ্রের বিধায়ক ও ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা জগন প্রসাদ গর্গ।

শুক্রবার (৯ নভেম্বর) এক সাংবাদ সম্মেলনে তিনি এই দাবি করেন।

জগন প্রসাদ গর্গ বলেন, ‘আগ্রা’ নামটার কোনো অর্থই নেই। আপনি যে কোনও জায়গায় গিয়ে পরীক্ষা করে দেখুন। কোথাও পাবেন না। কী প্রাসঙ্গিকতা আছে এই নামের? অনেক আগে এখানে পুরোটাই প্রায় জঙ্গল ছিল।

তিনি বলেন, আগরওয়াল গোষ্ঠীর মানুষই তখন এখানে বসবাস করত। সেই কারণেই এই জায়গার নাম হওয়া উচিত ‘আগরাভান’ বা ‘আগরাওয়াল’।

তবে, শুধু ইনিই নন। সারধানার বিজেপি বিধায়ক সঙ্গীত সোম সংবাদসংস্থা এএনআইকে দেয়া এক সাক্ষাতকারে দাবি করে বলেন, ‘মুজফফরনগর’-এর নাম পালটে অবিলম্বে ‘লক্ষ্মীনগর’ করে দেওয়া হোক! এই নাম পরিবর্তন প্রবলভাবে চাইছে সাধারণ মানুষরাই।

তিনি বলেন, ‘ভারতের আসল সংস্কৃতিকে ফিরিয়ে আনতে চাইছে বিজেপি। মুসলিম শাসকদের আমল থেকে যা বদলে গিয়েছিল। এই কারণেই, বিজেপি সবার আগে শহরের নামগুলো বদলে দেওয়া থেকে কাজটা শুরু করেছে’।

এর আগে, এলাহাবাদ আর ফৈজাবাদের নাম আগেই বদলে দিয়েছিল উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের সরকার। এই দুই জায়গার নাম বদলে যথাক্রমে রাখা হয়েছে প্রয়াগরাজ আর অযোধ্যা। কিন্তু এতেই থেমে থাকতে চাইছে না ভারতীয় জনতা পার্টি।

(দ্য রিপোর্ট/এনটি/নভেম্বর ১১, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর