thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

একদিনে ৩১০০ কোটি ডলারের রেকর্ড বিক্রি করেছে 'আলিবাবা'

২০১৮ নভেম্বর ১৪ ০১:০৬:২৯
একদিনে ৩১০০ কোটি ডলারের রেকর্ড বিক্রি করেছে 'আলিবাবা'

দ্য রিপোর্ট ডেস্ক : চীনের ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবা সোমবার জানিয়েছে, দেশটিতে তরুণদের উদযাপন করা ‘সিঙ্গেল ডে’তে তাদের অনলাইনে কেনাকাটা রেকর্ড ২১৩.৫ বিলিয়ন ইউয়ানে (৩০.৭ বিলিয়ন মার্কিন ডলার) পৌঁছেছে। বাংলাদেশী টাকায় যার মূল্য প্রায় ২,৬০,৬৭৯ কোটি টাকা (!)

রবিবার টিমল ও তাওবাও মিলিয়ে আলিবাবার এই মোট বিক্রি তাদের গত বছরের বিক্রির তুলনায় ২৭ শতাংশ বেশি। গত বছর একদিনে ১৬৮.২ বিলিয়ন ইউয়ান কেনাকাটার দেখা পেয়েছিল আলিবাবা।

আলিবাবা ২০০৯ সাল থেকে অনলাইনে ১১ নভেম্বর বার্ষিক কেনাকাটার প্রথা চালু করে। এদিনটি চীনের অনেক তরুণ-তরুণী ‘সিঙ্গেল ডে’ হিসেবে পালন করে থাকে।

কেনাকাটার প্রথম উৎসবে টিমলের বিক্রি ছিল প্রায় ৫২ মিলিয়ন ইউয়ান এবং প্রতি বছর আরও বেশি করে ক্রেতারা অনলাইন শপিংয়ের দিকে ঝুঁকে পড়ায় বিক্রির পরিমাণও বাড়ছে।

আলিবাবার তথ্য অনুযায়ী, এবার চীনে অনলাইনে কেনাকাটার উৎসবে ৭৫টি দেশ ও অঞ্চলের ১৯ হাজারের বেশি বিদেশি ব্রান্ড অংশ নিয়েছিল।
(দ্য রিপোর্ট/একেএমএম/নভেম্বর ১৪,২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর