thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১,  ২৪ জমাদিউস সানি 1446

চট্টগ্রামে জামায়াত নেতা গ্রেফতার

২০১৮ নভেম্বর ১৭ ১৬:২৯:৫৯
চট্টগ্রামে জামায়াত নেতা গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: নাশকতার মামলায় চট্টগ্রাম নগরীর পূর্ব বাকলিয়া ওয়ার্ড জামায়াতের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার সকালে তাকে পুরাতন থানা ভবনের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার জামায়াত নেতার নাম মো. ইমাম হোসেন (৪৫)। তিনি ভোলা জেলার বোরহানউদ্দিন থানার মুলাইপত্তন গ্রামের মৃত কেরামত আলী ফরাজির ছেলে। বর্তমানে তিনি নগরীর বাকলিয়া থানার কালা মিয়া বাজার এলাকায় বসবাস করেন।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী বলেন, পুরাতন থানা ভবনের সামনে থেকে ইমাম হোসেনকে গ্রেফতার করা হয়। পরে তার বাসা থেকে বই, লিফলেট, ব্যানার এবং ইসলামী ছাত্র শিবিরের তথ্য সম্বলিত ডায়েরি উদ্ধার করা হয়। ইমাম হোসেন তিনটি নাশকতা মামলার আসামি। এর আগেও দুইবার নাশকতার ঘটনার সময় পুলিশের হাতে তিনি গ্রেফতার হন।

(দ্য রিপোর্ট/এমএসআর/নভেম্বর ১৭, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর