thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৪ জানুয়ারি 25, ১১ মাঘ ১৪৩১,  ২৪ রজব 1446

বিচার বিভাগ নিয়ে ট্রাম্প ও প্রধান বিচারপতির বিতন্ডা

২০১৮ নভেম্বর ২৩ ০০:৫২:০১
বিচার বিভাগ নিয়ে ট্রাম্প ও প্রধান বিচারপতির বিতন্ডা


দ্য রিপোর্ট ডেস্ক : গতকাল বুধবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এবং প্রধান বিচারপতি জন রবার্টসের মধ্যে ব্যতিক্রমী কিছু উত্তপ্ত বাক্য বিনিময় হয়। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের স্বাধীনতা বিষয়ে ট্রাম্পের হস্তক্ষেপের কড়া সমালোচনা করেন রবার্টস। একজন বিচারপতি ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে রায় দিলে প্রেসিডেন্ট ট্রাম্প তাঁর তীব্র সমালোচনা করেন এবং তাঁকে ওবামার বিচারপতি আখ্যা দেন। এই ঘটনায় প্রধান বিচারপতি রবার্টস ট্রাম্পকে তীব্র ভর্ৎসনা করেন। খবর ভোয়ার।

তিনি বলেন ট্রাম্পের মন্তব্য দেখে মনে হচ্ছে তিনি বিচারবিভাগের ভূমিকা ভুল বুঝছেন। বিচারবিভাগে কোন ওবামা,বুশ, ক্লিন্টন বিচারপতি নেই। আমাদের যা আছে তা হচ্ছে অসাধারণ এবং নিবেদিত বিচারপতিরা যাঁরা তাদের কর্মক্ষেত্রে অত্যন্ত দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে থাকেন। তাই এই ধরনের বিচারবিভাগের প্রতি আমাদের কৃতজ্ঞ হওয়া প্রয়োজন।

একজন প্রেসিডেন্ট এবং প্রধান বিচারপতির এ ধরনের বাদানুবাদ খুব অস্বাভাবিক এবং ট্রাম্প এর প্রত্যুত্তরে বিচারপতিদের স্বাধীনতা নিয়ে প্রশ্ন তোলেন।

(দ্য রিপোর্ট/একেএমএম/নভেম্বর ২৩,২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর