thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি 25, ১০ মাঘ ১৪৩১,  ২৩ রজব 1446

গণফোরামে যোগ দিলেন আ'লীগের সাবেক এমপি প্রার্থী

২০১৮ নভেম্বর ২৪ ১৯:৫২:০৮
গণফোরামে যোগ দিলেন আ'লীগের সাবেক এমপি প্রার্থী

দ্য রিপোর্ট প্রতিবেদক: জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন গণফোরামে যোগ দিয়েছেন মেজর জেনারেল (অব.) আমছা আমিন।

শনিবার দুপুরে গণফোরামের সভাপতি ড. কামাল হোসেনের মতিঝিলের চেম্বারে তিনি আওয়ামী লীগ ছেড়ে এসে এই দলটিতে আনুষ্ঠানিকভাবে যোগ দেন। গণফোরামের গণমাধ্যম শাখার লতিফুল বারী হামিম এ তথ্য নিশ্চিত করেন।

যোগদানের সময় সেখানে গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু এবং জাতীয় ঐক্য প্রক্রিয়ার সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ উপস্থিত ছিলেন।

কুড়িগ্রাম আওয়ামী লীগ নেতা আমছা আমীন আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ২০০১ সালে কুড়িগ্রাম-২ আসন থেকে নির্বাচন করে পরাজিত হন। তিনি জেলা পরিষদের প্রশাসকেরও দায়িত্বপালন করেন।

(দ্য রিপোর্ট/এমএসআর/নভেম্বর ২৪, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর