thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি 25, ১০ মাঘ ১৪৩১,  ২৩ রজব 1446

ঐক্যফন্ট থেকে নির্বাচন করবেন আবু সাঈদ

২০১৮ নভেম্বর ২৬ ১৮:৫৪:০১
ঐক্যফন্ট থেকে নির্বাচন করবেন আবু সাঈদ

দ্য রিপোর্ট প্রতিবেদক: জাতীয় ঐক্যফন্ট থেকে নির্বাচন করবেন আওয়ামী লীগ সরকারের সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাঈদ।

ড. কামাল হোসেন নেতৃত্বাধীন গণফোরামে যোগ দিয়ে তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

সোমবার দুপুরে রাজধানীর আরামবাগে গণফোরামের কার্যালয়ে গিয়ে তিনি গণফোরামে যোগ দিয়ে মনোনয়ন কিনেন।

১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকারের তথ্যপ্রতিমন্ত্রী ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক এই শিক্ষক। তিনি আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদকও ছিলেন।

সর্বশেষ ২০১৪ সালে জাতীয় সংসদ নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে পাবনা-১ (বেড়া-সাঁথিয়া) আসনে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন।

এর আগে আওয়ামী লীগের সাবেক অর্থমন্ত্রী প্রয়াত শাহ এম এস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া, সাবেক জেনারেল (অব.) আনসা আমিন ও একুশে টেলিভিশনের সাবেক মালিক আবদুস সালাম গণফোরামে যোগ দেন।

১৩ অক্টোবর জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে গণফোরামের সভাপতি ও সংবিধান বিশেষজ্ঞ ড. কামাল হোসেনকে আহ্বায়ক করে জাতীয় ঐক্যফ্রন্ট নামে নতুন জোটের ঘোষণা করা হয়। জাতীয় ঐক্যফ্রন্টে আছে- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), গণফোরাম, নাগরিক ঐক্য, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), বাংলাদেশ কৃষক শ্রমিক জনতা লীগ।

(দ্য রিপোর্ট/এমএসআর/নভেম্বর ২৬, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর