thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৪ জানুয়ারি 25, ১১ মাঘ ১৪৩১,  ২৪ রজব 1446

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে মুসলিমদের এক হওয়ার আহ্বান রুহানির

২০১৮ নভেম্বর ২৬ ২১:০৭:৫৯
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে মুসলিমদের এক হওয়ার আহ্বান রুহানির

দ্য রিপোর্ট ডেস্ক: যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে এক হয়ে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি।

শনিবার দেশটির রাজধানী তেহরানে শুরু হওয়া ইসলামি ঐক্য সম্মেলনে দেয়া ভাষণে তিনি এই আহ্বান জানান বলেন জানিয়েছে দেশটির গণমাধ্যম পার্স টুডে।

হাসান রুহানি বলেন, যুক্তরাষ্ট্রের ভয়ঙ্কর নিপীড়নমূলক নীতির বিরুদ্ধে বিজয়ী হতে হলে মুসলমানদের ঐক্য শক্তিশালী করার কোনও বিকল্প নেই। মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্বের বন্ধন প্রতিষ্ঠা করা মুসলমানদের অবশ্য পালনীয় কর্তব্যে পরিণত হওয়া উচিত।

তিনি বলেন, শুধুমাত্র বক্তৃতা-বিবৃতির মাধ্যমে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত হবে না। এজন্য প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা। ইরান সৌদি আরবকে ভ্রাতৃপ্রতিম দেশ বলে মনে করে এবং আলোচনার মাধ্যমে দ্বিপক্ষীয় সমস্যাগুলোর সমাধান করতে চায়।

এদিন তেহরানে ৩২তম ইসলামি ঐক্য সপ্তাহ শুরু হয়। এই বছরের ঐক্য সপ্তাহের প্রতিপাদ্য- ‘কুদস হোক (মুসলিম) উম্মাহর মধ্যে ঐক্যের মেরুদণ্ড।’ সম্মেলনে ১০০টিরও বেশি দেশের ৩৫০ জন মুসলিম নেতা ও চিন্তাবিদ অংশগ্রহণ করেন।

ইসলাম ধর্মের মহানবী হযরত মুহাম্মদ (সা) এর পবিত্র জন্মবার্ষিকী বা ঈদ-ই মিলাদুন্নবী উপলক্ষে প্রতি বছর এই সম্মেলনের আয়োজন করে ইরান। মুসলমানদের মধ্যে ঐক্য ও সংহতি জোরদার করার লক্ষ্যে মূলত এই সম্মেলনের আয়োজন করা হয়।

(দ্য রিপোর্ট/এমএসআর/নভেম্বর ২৬, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর