thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি 25, ১০ মাঘ ১৪৩১,  ২৩ রজব 1446

ঐক্য ধরে রাখতে হবে: ড. কামাল

২০১৮ নভেম্বর ২৬ ২১:৩৭:০৭
ঐক্য ধরে রাখতে হবে: ড. কামাল

দ্য রিপোর্ট প্রতিবেদক: জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, ‘এই ঐক্যকে ধরে রাখতে হবে। আরো সুসংহত করতে হবে। এই ঐক্য জনগণের ঐক্য। জনগণের ঐক্যের ভিত্তিতেই জনগণের ক্ষমতায়ন সম্ভব।’

সোমবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ড. কামাল হোসেন এসব কথা বলেন।

এ সময় বিএনপির সঙ্গে আসন ভাগাভাগি নিয়ে কোনো সংকট তৈরি হয়েছে কী না জানতে চাইলে, ড. কামাল বলেন, ‘যেকোনো সময় যেকোনো সমাজে কিছু টানাটানি তো হবে। কেন, ভাগ করা মানে কি? যে কেউ পাবে কেউ পাবে না। এখন যে পাবে না, সে তো চেষ্টা করবে তাঁর পক্ষে যুক্তি দিতে। সে চেষ্টা করবে তার পক্ষে লবি করতে। বিভিন্ন লোককে দিয়ে তাঁর পক্ষে তদবির করতে। এটাই তো স্বাভাবিক। কথা হলো, এসব সত্যেও আমরা এগিয়ে যাচ্ছি। এটা নিয়ে জিনিসটা থেমে যাচ্ছে না। কালকের মধ্যে তো আশা করি যে, আমরাও দিয়ে দিব। আমরা তো পারছি। বলে না, কাজগুলো কঠিন? কিন্তু কঠিন কাজ করে তো আমরা এগিয়ে যাচ্ছি।’

এ ছাড়া ভোটকেন্দ্র পাহারা দেওয়া কীভাবে গৃহযুদ্ধের ইঙ্গিত বহন করে, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের উদ্দেশে এমন প্রশ্নও করেন তিনি।

ড. কামাল বলেন, ‘আইনও করা হয় যে কীভাবে ভোট পাহারা দেওয়া যায়। এই যে পাহারার কথা আমরা বলছি, এটা জনগণ পাহারা দিবে।’

(দ্য রিপোর্ট/এমএসআর/নভেম্বর ২৬, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর