thereport24.com
ঢাকা, বুধবার, ৫ ফেব্রুয়ারি 25, ২৩ মাঘ ১৪৩১,  ৬ শাবান 1446

ঢাকার পাকিস্তান হাইকমিশন থেকে তথ্য চুরির অভিযোগ

২০১৮ নভেম্বর ২৭ ০৮:৪০:৫৫
ঢাকার পাকিস্তান হাইকমিশন থেকে তথ্য চুরির অভিযোগ

দ্য রিপোর্ট ডেস্ক : ঢাকার পাকিস্তান হাইকমিশনের কনস্যুলার সেকশনে ভাংচুর চালিয়ে সেখানকার কম্পিউটার থেকে গুরুত্বপূর্ণ তথ্য চুরি হয়েছে বলে অভিযোগ উঠেছে।

গত বৃহস্পতিবার এ ঘটনা ঘটেছে বলে সোমবার (২৬ নভেম্বর) পাকিস্তান হাইকমিশন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এঘটনায় ইতিমধ্যে পাকিস্তান হাইকমিশন থেকে গুলশান থানায় একটি অভিযোগ করা হয়েছে।

ডিপ্লোম্যাটিক জোনে এ ধরনের ঘটনা খুব উদ্বেগজনক বলে দাবি করেছে পাকিস্তান হাইকমিশন। এ ঘটনা তদন্তের মাধ্যমে জড়িতদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়েছে তারা।

এছাড়া এ ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে সেজন্য সংশিষ্টদের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।

(দ্য রিপোর্ট/এনটি/নভেম্বর ২৭, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর