thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

তোমার প্রযত্ন নেব

২০১৮ নভেম্বর ২৮ ০২:২৩:০৪
তোমার প্রযত্ন নেব

মূল: র‌্যান্ডি ব্যাটকুইন
তরজমা: আল-আমীন আপেল

[রান্ডি ব্যাটকুইন -পেশায় একজন ওয়েব ডিজাইনার। জন্ম: দক্ষিণ ফিলিপাইনের জ্যাম্বাঙ্গা সিটিতে।
কলেজে পড়ার সময় থেকে তার লেখা লেখি শুরু। লেখেন ইংরেজিতে।–অনুবাদক।

ভাঙা ওই মনটাকে যত্ন নিতে দাও
আর দেখাও দেখি কীভাবে ওড়ো তুমি
আলতো করে তোমার ধরব হাত দিয়ে-
করতে গো দাও সুযোগ আমার-
ঝেটিয়ে বিদায় দুঃখটাকে।

নতুন দিনের আলোর রেখায়
কিংবা আমার অকারণে বৃষ্টিমুখে
দাও এগিয়ে,
কারণ আমার আর কিছু নয়, ঐ মুখেতে
হাসি দেখার সাধ জেগেছে পুনঃ পুনঃ
তোমার নিয়ে রচিত সব গানের কলি গাইতে যে চাই,
আমার ঘুমে যখন তুমি জড়িয়ে থাকো।
আর তোমাকে ঝামেলা বিহীন উষ্ণ করে
রাখার নিয়ত-

যতক্ষণ না উষার আলো পড়ছে মুখে।
দাও আমাকে সুযোগখানি
পাহাড়ের ওই উচ্চশাখায় পৌঁছে দিতে
কেননা তোমার আকাশখানা ছুঁতে হবে
তোমার চোখে চোখ পড়লে মনের ভেতর

অনেক অনেক শক্তি যে পাই।
আমার তুমি দাওনা চুমু- দাও বুঝিয়ে
ভালোবাসা কাকে বলে,কতখানি সুখ এনে দেয়।
প্রজাপতির রঙিন পাখায় উড়বে তুমি চমকপ্রদ
তুমি আমার দেখতে চেলে কাজগুলো যে করতে দেবে

যাতে করে তোমার আমার ভাগ্যটাকে জড়িয়ে ফেলি ।
এই কথাটা অতি সরল-তুমি আমার মুক্তদানা
তোমাকে আমি খুঁজতে খুঁজতে এতটাকাল অপেক্ষাতে
আসালে কী আসমান আর দুনিয়া মিলে
চক্রান্তে সখ্য গড়ে-যেন আবার না হয় দেখা
জানত তারা তুমি আমি পরস্পরে মিশে আছি
আসল কথা শব্দ আর সুদৃশ্য নোটের মতন
প্রতিটাগান প্রাণবন্ত হৃদয়হরা।

সকল কথার একটি কথা এবার তুমি উড়তে
পার আমার সাথে, সুখপাখি হও সৌন্দর্য্যে
এখন তো এই সোনালি দিন অতীতটাকে ভুলে যাবার
তুমি আর আমি প্রাণে প্রাণে দোহে হবো লীন।

(দ্য রিপোর্ট/একেএমএম/নভেম্বর ২৮,২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

সাহিত্য এর সর্বশেষ খবর

সাহিত্য - এর সব খবর