thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি 25, ২৩ মাঘ ১৪৩১,  ৭ শাবান 1446

ইইউর নির্বাচন পর্যবেক্ষক ঢাকায়

২০১৮ নভেম্বর ২৮ ০৯:৪২:৪৪
ইইউর নির্বাচন পর্যবেক্ষক ঢাকায়

দ্য রিপোর্ট প্রতিবেদক : একাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দুই প্রতিনিধি মঙ্গলবার (২৭ নভেম্বর) ঢাকায় পৌঁছেছেন।

তারা দু’জন এখন থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত বাংলাদেশে অবস্থান করে নির্বাচনী কার্যক্রম পর্যবেক্ষণ করবেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইউরোপীয় ইউনিয়ন বৃহৎ আকারে নির্বাচনী পর্যবেক্ষক পাঠাবে না। তবে এ নির্বাচন পর্যবেক্ষণের লক্ষ্যে তারা এই দুই বিশেষজ্ঞ পাঠিয়েছে।

ডেভিড নোয়েল ওয়ার্ড ও ইরিনা মারিয়া গৌনারির নেতৃত্বে এ দলটি ঢাকায় এসেছে। এ দুই বিশেষজ্ঞ এখন থেকে নির্বাচন পর্যবেক্ষণ করবেন। সবশেষে তারা ইউরোপীয় ইউনিয়নের কাছে বিস্তারিত প্রতিবেদন উপস্থাপন করবেন।

২৪-২৬ নভেম্বর ইউরোপীয় পার্লামেন্টের ৬ সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকা সফর করেছেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য হবে বলে প্রত্যাশা করছেন তারা। ঢাকায় সফর শেষে ইউরোপীয় ইউনিয়নের সংসদীয় প্রতিনিধি দলের নেতা রুপার্ট ম্যাথ্যুস জানিয়েছেন, বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু, অংশগ্রহণমূলক নিরপেক্ষ হবে বলে আমরা প্রত্যাশা করছি।

(দ্য রিপোর্ট/এনটি/নভেম্বর ২৮, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর