thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি 25, ১০ মাঘ ১৪৩১,  ২৩ রজব 1446

হতাশ, ক্ষুব্ধ বিএনপির মনোনয়ন বঞ্চিতরা

২০১৮ নভেম্বর ২৮ ১০:৫৬:০৩
হতাশ, ক্ষুব্ধ বিএনপির মনোনয়ন বঞ্চিতরা

দ্য রিপোর্ট ডেস্ক : ঢাকা ১২ আসনে বিএনপির মনোনয়ন না পেয়ে হতাশ হয়েছেন ব্যারিস্টার মনির হোসেন কাজল।

ঢাকা সিটি কলেজের সাবেক ভিপিব্যারিস্টার কাজল বলেন, ছাত্র জীবন থেকেই জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে আছি। ইতিপূর্বে নোয়াখালী জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক, যুবদল কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দপ্তর সম্পাদকসহ গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছি। একইভাবে গত কয়েক বছর মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থানকালে দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি দাবিসহ বিভিন্ন ইস্যুতে প্রবাসে জোরদার আন্দোলন সংগ্রাম করে আসছি। কিন্তু মুল্যায়ন পাইনি।

ইংল্যান্ডের ইউনিভার্সিটি অব ব্রাডফোর্ড থেকে এমবিএ, সিটি ইউনিভার্সিটি থেকে পোষ্ট গ্রাজুয়েশন ইন ল’ এবং লিংকন ইন থেকে বার এট ল’ সলিসিটার হিসেবে ইংল্যান্ড সুপ্রিমকোর্টে প্রাকটিস করার সনদ অর্জনকারী ব্যারিস্টার কাজল ১/১১ পট পরিবর্তনের পর বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১০ সদস্যের আইনজীবী প্যানেলের সদস্য ছিলেন।

(দ্য রিপোর্ট/এনটি/নভেম্বর ২৮, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর