thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি 25, ১০ মাঘ ১৪৩১,  ২৩ রজব 1446

 ঐক্যফ্রন্টকে আসন বণ্টনে সর্বোচ্চ ছাড় দেবে বিএনপি

২০১৮ নভেম্বর ৩০ ০০:১৬:২৮
 ঐক্যফ্রন্টকে আসন বণ্টনে সর্বোচ্চ ছাড় দেবে বিএনপি

দ্য রিপোর্ট প্রতিনিধি : বিএনপির সঙ্গে শরিকদের আসন ভাগাভাগি এখনো চূড়ান্ত না হলেও দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ জানিয়েছেন, ২০ দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্টকে ৫০ থেকে ৫৫টি আসন দেয়া হবে।

জাতীয় ঐক্যফ্রন্টকে বিএনপি সর্বোচ্চ ছাড় দেবে জানিয়ে তিনি বলেন, এর মধ্যে ২০ দলীয় জোটের জামায়াতে ইসলামীকে ২৫টি আর এলডিপিকে দেয়া হবে ৩ থেকে ৪টি আসন।

দলীয় মনোনয়ন প্রক্রিয়ায় বেশ উৎসাহ উদ্দীপনাতেই অংশ নিয়েছেন বিএনপি’র নেতাকর্মীরা। তবে, বুধবার মনোনয়নপত্র জমার শেষদিন বেশিরভাগ নেতাই নিজে না এসে প্রতিনিধিদের পাঠিয়েছেন রিটার্নিং বা সহকারি রিটার্নিং অফিসারের কার্যালয়ে।

(দ্য রিপোর্ট/একেএমএম/নভেম্বর ২৯,২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর