thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ মে 24, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১,  ১০ জিলকদ  1445

গণভবন-বঙ্গভবনে প্রচারণা চালালে ব্যবস্থা নেয়া হবে: ইসি

২০১৮ নভেম্বর ৩০ ১৭:১১:১৩
গণভবন-বঙ্গভবনে প্রচারণা চালালে ব্যবস্থা নেয়া হবে: ইসি

দ্য রিপোর্ট প্রতিবেদক: গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে শতাধিক অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর কর্মকর্তার সাক্ষাৎ নির্বাচনী আচরণ লঙ্ঘন করেনি।

তবে যদি গণভবন ও বঙ্গভবনে নির্বাচনী প্রচারণা চালানো হয়, তাহলে ব্যবস্থা নেয়া হবে। বললেন নির্বাচন কমিশনার (ইসি) রফিকুল ইসলাম।

শুক্রবার নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

রফিকুল ইসলাম বলেন, তারা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে তার নেতৃত্বের প্রতি সমর্থন দিয়েছেন। আমি যতটুকু আচরণ বিধিমালা বুঝি, তাতে মনে হচ্ছে না এটা আচরণবিধির লঙ্ঘন।

একাধিক মনোনয়ন প্রত্যাশীর মনোনয়নপত্র জমা নেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সুনির্দিষ্টভাবে কোনও কর্মকর্তার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ উঠলে ব্যবস্থা নেওয়া হবে। রিটার্নিং কর্মকর্তাদের গাফিলতির কারণে যারা মনোনয়নপত্র জমা দিতে পারেননি তারা ইসি ও আদালতে প্রতিকার চাইতে পারেন।

তিনি বলেন, নির্বাচন সফলভাবে অনুষ্ঠানের জন্য বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে। এগুলো মোকাবেলা করেই একটি সুষ্ঠু নির্বাচন করা হবে।

এ পর্যন্ত সকল দল নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ করায় এ নির্বাচন অংশগ্রহণমূলক হবে বলেও আশা প্রকাশ করেন এ নির্বাচন কমিশনার।

(দ্য রিপোর্ট/এমএসআর/নভেম্বর ৩০, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর