thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১,  ২৪ জমাদিউস সানি 1446

চট্টগ্রামে সুতার গুদামে আগুন

২০১৮ নভেম্বর ৩০ ১৮:৩৮:২৫
চট্টগ্রামে সুতার গুদামে আগুন

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের চাক্তাইয়ে একটি সুতার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করছে।

শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে দুর্ঘটনা ঘটে বলে ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক জসিম উদ্দিন জানিয়েছেন।

তিনি জানান, পাথরঘাটা পূরবী সিনেমার কাছে একটি সুতার গোডাউনের আগুন লাগার খবর পেয়ে নগরীর আগ্রাবাদ, বাকলিয়া, বায়েজিদ পতেঙ্গা বন্দর ইউনিটের ৫টি ইউনিটের ১৪টি গাড়ি গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

এদিকে ফায়ার সার্ভিসকর্মীরা জানিয়েছেন, সুতা থেকে আগুনের সূত্রপাত হওয়ায় এবং গোডাউনে সুতা থাকায় আগুন নেভাতে তাদের হিমশিম খেতে হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে গোডাউনের সুতা থেকে আগুন লাগে। পরবর্তীতে সে আগুন পাশের পূরবী সিনেমা হলেও ছড়িয়ে পড়েছে।

(দ্য রিপোর্ট/এমএসআর/নভেম্বর ৩০, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর