thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি 25, ১০ মাঘ ১৪৩১,  ২৩ রজব 1446

এরশাদ যথা সময়ে মাঠে থাকবেন: জাপা মহাসচিব

২০১৮ ডিসেম্বর ০১ ১৬:৩৬:৫৬
এরশাদ যথা সময়ে মাঠে থাকবেন: জাপা মহাসচিব

দ্য রিপোর্ট প্রতিবেদক: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাবেক রাষ্ট্রপতি জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ নির্বাচনে অংশ নেবেন এবং যথাসময়ে মাঠে থাকবেন। তার অংশগ্রহণ নিয়ে কোনও ধূম্রজাল নেই।

বললেন জাতীয় পার্টি মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার।

শনিবার দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন।

রুহুল আমিন হাওলাদার বলেন, একটি পক্ষ এরশাদকে নিয়ে নানা ধরণের অপপ্রচার চালাচ্ছে, যার কোনও ভিত্তি নেই। তিনি অবশ্যই নির্বাচনে অংশ নেবেন।

ইসিতে কেন এসেছেন এমন প্রশ্নের জবাবে এ বি এম রুহুল আমিন হাওলাদার বলেন, ঢাকা-৬ আসনে ইভিএমে ভোট হবে। এ আসনে মহাজোটের প্রার্থী কাজী ফিরোজ রশিদ। ইভিএম নিয়ে মানুষের মনে অনেক ভয়ভীতি আছে, এসব ভীতি দূর করতেই তিনি ইভিএম সম্পর্কে নানা তথ্য জানতে এসেছেন। তার সাথেই আমিও এসেছি।

জাতীয় পার্টিতে মনোনয়ন বাণিজ্য হচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, দলে মনোনয়ন বাণিজ্যের কোনও সুযোগ নেই। এসব তথ্য সম্পূর্ণ মিথ্যা ও অপপ্রচার। ৪৫ বছরের রাজনীতিতে মনোনয়ন বাণিজ্যের প্রশ্নই আসে না।

(দ্য রিপোর্ট/এমএসআর/ডিসেম্বর ০১, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর