thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি 25, ১০ মাঘ ১৪৩১,  ২৩ রজব 1446

প্রার্থী মূল্যায়নের দায়িত্বে আ’লীগের সেই ৪ নেতা 

২০১৮ ডিসেম্বর ০২ ১০:৪৯:৩৬
প্রার্থী মূল্যায়নের দায়িত্বে আ’লীগের সেই ৪ নেতা 

দ্য রিপোর্ট প্রতিবেদক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন বঞ্চিত চার কেন্দ্রীয় নেতাকে নির্বাচনী গুরুত্বপূর্ণ দায়িত্ব দেয়া হয়েছে।

শনিবার (১ ডিসেম্বর) রাতে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি তাদের এ দায়িত্ব দেন। মনোনয়ন না পেলেও এই চার নেতা ৩০০ আসনে প্রার্থী মূল্যায়ন করবেন।

এছাড়া কোনো আসনে যেন বিদ্রোহী প্রার্থী না থাকে সেজন্য সমন্বয়ের কাজ করবেন তারা। রোববার (২ ডিসেম্বর) থেকে তারা কাজ শুরু করবেন। গণভবন সূত্রে এ তথ্য জানা গেছে।

দয়িত্বপ্রাপ্ত চার নেতার মধ্যে দু’জন দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও অপর দু’জন সাংগঠনিক সম্পাদক। তারা হলেন- জাহাঙ্গীর কবীর নানক, আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম ও বিএম মোজাম্মেল হক।

জাহাঙ্গীর কবির নানক মোহাম্মদপুর-আদাবর আসনের টানা দু’বারের এমপি। এবারও তিনি ওই আসন থেকে নির্বাচন করতে চেয়েছিলেন।কিন্তু দল তাকে মনোনয়ন দেননি। তার আসনে মনোনয়ন পেয়েছেন নগর আওয়ামী লীগ নেতা সাদেক খান।

যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান ফরিদপুর-১ আসন থেকে নির্বাচন করেন।এবারও তিনি ওই আসন থেকে নির্বাচন করতে চেয়েছিলেন।কিন্তু শেষ পর্যন্ত মনোনয়ন বঞ্চিত হন এই হেভিওয়েট।

সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দিন নাছিম মাদারীপুর থেকে নির্বাচন করতে চেয়েছিলেন।দল তাকে মনোনয়ন দেননি।মনোনয়ন বঞ্চিত হয়েছেন মোজাম্মেল হকও।

জাতীয় নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী মূল্যায়নের কাজটি এতদিন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাই দেখতেন।

এখন সেই দায়িত্ব জাহাঙ্গীর কবীর নানকের নেতৃত্বে চার নেতা দেখবেন। রোববার থেকেই তারা কাজ শুরু করবেন। সারাদেশে জেলায় জেলায় গিয়ে আসনভিত্তিক প্রার্থী মূল্যায়ন শুরু করবেন।

গণভবন সূত্রে জানা যায়, শনিবার রাতের বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার টুঙ্গিপাড়া সফরের বিস্তারিত আলোচনা হয়। ১১ ডিসেম্বর টুঙ্গিপাড়া নিজ জন্মভূমিতে নির্বাচনী প্রচারণার মধ্যদিয়ে একাদশ জাতীয় নির্বাচনের প্রচার কাজ শুরু করবেন শেখ হাসিনা। এরপর দেশের গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি জেলা ও বিভাগীয় শহর সফর করবেন তিনি।

(দ্য রিপোর্ট/এনটি/ডিসেম্বর ০২, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর